Wednesday, August 20, 2014

গ্রানাডায় আজ প্রথম ওয়ানডে:নয়াদিগন্ত

ওয়েস্ট ইন্ডিজে মনেপ্রাণে যে স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তার পুনরাবৃত্তি করা যে খুব কঠিন, বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে সেটা কারো অজানা নয়। ২০০৯ এ ওয়ানডে টেস্ট সিরিজ জিতেছিল বলে এবারো মুশফিকেরা জয় পাবে। কিন্তু হেড কোচ হাতুরাসিংহের মন্ত্র অন্য রকম। হার মানতে হলে সেটা ম্যাচের শেষ দেখেই। তার আগে লড়াইয়ে সমান থাকতে হবে। এবং জয়ের সুযোগ সৃষ্টি করা ও তা হাতছাড়া করার কোনো দুর্বলতা গ্রহণযোগ্য না। মন্ত্রে যখন দৃঢ়তার
ছাপ, তখন আশা করাও অবাস্তব কিছু না। বাংলাদেশ দল অমন এক আশা নিয়েই গ্রানাডায় আজ প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামবে। তিন ম্যাচের এ সিরিজের খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু।  দেশে একটা কঠিন সময় পার করে গেছেন মুশফিকরা। ২০১৩ এর শেষ দিকে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর টানা ৯ ম্যাচে কোনো জয় পায়নি। অনেক ম্যাচে ভাগ্য সহায় ছিল না। অনেক ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যেতে হয়েছে। এতে আত্মবিশ্বাসেও চিড় ধরেছে বাংলাদেশ দলের। নতুন কোচিং স্টাফ চেষ্টা করছেন সে থেকে উত্তরণের। যার প্রমাণ কিছুটা হলেও পাওয়া গেছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। যে ম্যাচে ৩২২ করে ৯৫ রানে জয় পায় মুশফিকরা। ফলে আজ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে ম্যাচটি। তবে এ ম্যাচে হাতুরাসিংহে সম্ভবত অনুশীলন ম্যাচের একাদশই খেলাবেন। যেহেতু সফল হয়েছেন তারা। তবে একটি পরিবর্তন আসতে পারে, সেটা টু ডাউনে। ইমরুল কায়েস যেহেতু রান পাননি সেখানে মুমিনুলকে দিয়ে সূচনা করা হতে পারে। আবার ক্যারিবীয় কন্ডিশনে ‘এ’ দলের হয়ে সফল হওয়া ইমরুলও টিকে যেতে পারেন আজকের ম্যাচে। ফলে লাইনআপটি হতে পারে তামিম ইকবাল, এনামুল বিজয়, শামসুর রহমান, ইমরুল কায়েস (মুমিনুল হক), মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মাশরাফি, আব্দুর রাজ্জাক (সোহাগ গাজী), আল আমিন ও তাসকিন আহমেদ। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ দল শক্তিশালী। ডোয়েন ব্রাভোর নেতৃত্বাধীন দলে রয়েছেন ক্রিস গেইল, কিরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, ড্যারেন স্যামি, সুনীল নারিন, রবি রামপাল, কেমার রোচ প্রমুখ। সদ্য সিপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলা ক্যারিবীয়রাও জয়ে মরিয়া এ সিরিজে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটি হেরেছে তারা হোমে। তবে দুই দলের মধ্যে সর্বশেষ লড়াইয়ে জয় রয়েছে বাংলাদেশেরই। ২০১২-তে শেরেবাংলায় হয়েছিল সে ম্যাচটি। দুই দলের মধ্যে এ পর্যন্ত ২৫টি খেলা হয়েছে। যাতে বাংলাদেশের জয় ৭টি। ১৬ ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দু’টি ম্যাচে রেজাল্ট হয়নি। ফলে আজ ২৬তম ম্যাচ দুই দলের।

No comments:

Post a Comment