মালয়েশিয়ার কোতা দামানছড়া এলাকায় সোমবার রাতে নির্মাণাধীন একটি বিশালাকার বিম ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। তারা হচ্ছেন এলাহী হোসেন, মোহাম্মদ ফারুক খান ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এলাহীর লাশ টেনে তোলা হলেও নিখোঁজ ছিল অন্য দুই শ্রমিক। তখনি ধারণা করা হয়েছিল, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে মালয়েশিয়ার উদ্ধার কর্মীরা। এ অবস্থায় গতকাল দুপুর দেড়টার দিকে দুই শ্রমিক মোহাম্মদ ফারুক খান ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিকের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেন সাংবাদিকদের জানান, আমরা এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫০টন ওজনের যোগাযোগ অবকাঠামোর কংক্রিটের এ বিমটি গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধসে পড়ে। এ সময় বাংলাদেশী শ্রমিকরা নিচে কাজ করছিলেন।
No comments:
Post a Comment