Monday, August 25, 2014

ফের সমন জারির ঘটনা দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে:নয়াদিগন্ত

কোনো কূটনীতিকের বিরুদ্ধে ভবিষ্যতে আর সমন জারির ঘটনা ঘটবে না- এমন আশাবাদ ব্যক্ত করে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা বাংলাদেশ ও কোরিয়ার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি করতে পারে। গতকাল ঢাকাস্থ কোরিয়া দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না যেটা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মারা
ত্মক ক্ষতি করতে পারে।’ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, দেরিতে হলেও আদালতের ভুল সিদ্ধান্ত শুধরে জারি করা সমন বাতিল করা হয়। কোনো গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত কারণ ছাড়া এবং এর সম্পৃক্ততা যাচাই না করেই ঢাকার যুগ্ম জেলা জজ আদালত ওই সমন জারি করেছিল। কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে এটা ভিয়েনা কনভেনশনের পরিষ্কার লঙ্ঘন।  বিবৃতিতে বলা হয়, ‘দুটো প্রাইভেট কোম্পানির বিবাদ মেটাতে গিয়ে মামলার সাথে সম্পূর্ণ সম্পর্কহীন কূটনীতিককে আসামি করা চরম অবমাননাকর এবং ক্ষতিকর একটা আচরণ। আদালতের এ সিদ্ধান্ত সব বিচারেই ত্রুটিপূর্ণ, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’ এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোরিয়া দূতাবাস তার দৃঢ় ও পরিষ্কার অবস্থান ব্যক্ত করছে এবং বাংলাদেশ ও কোরিয়ার ভবিষ্যৎ সুসম্পর্কের জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছে।

No comments:

Post a Comment