Monday, August 18, 2014

কংস সুরমা তিস্তার পানি বিপদসীমার উপরে ৫৯টি নদীতে পানি বেড়েছে:নয়াদিগন্ত

ভারতীয় সীমান্ত লাগোয়া বাংলাদেশের কংস, সুরমা ও তিস্তা নদীতে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড মনিটর করে এমন ৫৯ নদীতে গতকাল পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসকেন্দ্র জানিয়েছে, দেশের সব বড় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা ও ঢাকা মহানগরীর চারপাশের নদীগুলোর পানি আরো বৃদ্ধি পাবে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে
বিপদসীমার ১০ সেন্টিমিটার, সুরমার সুনামগঞ্জ পয়েন্টে ৩৯ সেন্টিমিটার এবং কংস নদীর নেত্রকোনার দুর্গাপুর পয়েন্টে ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কংসের পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার, তিস্তার পানি কমেছে ১০ সেন্টিমিটার এবং সুরমা নদীর পানি কমেছে ৪ সেন্টিমিটার। দেশের অভ্যন্তরে ভারী বর্ষণ, সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা বন্যা এবং পাহাড়ি ঢলে বাংলাদেশের নদীগুলোতে প্লাবনের সৃষ্টি করছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরো কিছু নদীর পানি বৃদ্ধি পেতে পারে। কোনো কোনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, সিলেটের সারি নদীতে পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

No comments:

Post a Comment