কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি বাংলাদেশ অফিস সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এ দেশের ইয়াতিম, দরিদ্র ও নদীভাঙনে তিগ্রস্তদের সহায়তার জন্য নানামুখী কর্মসূচি গতকাল থেকে শুরু করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার দোহার এবং জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পদ্মা ও যমুনা নদীর ভাঙনে তিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে পরিবারপ্রতি ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি মসুর
ের ডাল, দুই কেজি লবণ ও এক কেজি সয়াবিন তেল বিতরণ। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার ১৫০টি দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিকল্পে বিনামূল্যে ২৫টি রিকশা ও ২৫টি রিকশা ভ্যান এবং শ্রমজীবী ১০০ জন নারীকে বিনামূল্যে একটি করে সিঙ্গার সেলাই মেশিন প্রদান, বিভিন্ন স্কুলের ইয়াতিম ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিার জন্য বিনামূল্যে ২২টি কম্পিউটার, ১০টি লেজার প্রিন্টার প্রদান। দণি-পশ্চিমবঙ্গের ২০ জোড়া দরিদ্র যুগলের মধ্যে যৌতুকবিহীন গণবিবাহ সম্পাদন ও নবদম্পতিদের স্থায়ী আয়ের উৎস হিসেবে একটি করে ভ্যান ও সেলাই মেশিন প্রদান, বিবাহের যাবতীয় সামগ্রী ও গৃহস্থালী আসবাবপত্র উপঢৌকন হিসেবে প্রদান, পাঁচ শতাধিক চু রোগীর চোখ পরীা ও প্রাথমিক চিকিৎসা শেষে বাছাইকৃত ২০০ ছানি পড়া রোগীর ছানি অপারেশন ও লেন্স সংযোজন। এ ছাড়া দুবাই ও সৌদি আরবের স্বনামধন্য হাসপাতালের শিশু হৃদরোগবিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিয়াক বিভাগের নিবিড় ব্যবস্থাপনায় বিনা খরচে ৩০ জন দরিদ্র শিশুর হার্টের জন্মগত ছিদ্র বন্ধকরণ ও ১০ জন দরিদ্র রোগীর ওপেন হার্ট সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা প্রদান। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment