ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া সন্তান উদ্ধারের পর আবেগে-আপ্লুত হয়ে পড়েন মা রুনা আক্তার ও বাবা কাওসার হোসেন বাবুল। তারা বলেন, ‘আমাদের সন্তান ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে শতকোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি র্যাব ও সাংবাদিকদের কাছে। কারণ ঘটনার পর থেকে সাংবাদিকেরা বিষয়টি ব্যাপকভাবে প্রকাশ করে দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। এতে এক দিকে দেশবাসী দোয়া করেছেন যাতে আমরা স
ন্তানকে ফিরে পাই। অন্য দিকে ছেলেটিকে উদ্ধারের জন্য প্রশাসনও তৎপরতা শুরু করে। সবার প্রচেষ্টায় আল্লাহ র্যাবের মাধ্যমে আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। তাই র্যাব ও সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এক সন্তানকে র্যাব ও অপর সন্তানকে সাংবাদিক বানাবো।’ যাতে তারা বড় হয়ে র্যাব ও সাংবাদিকদের মতো মানুষের উপকার করতে পারে। উল্লেখ্য, গত ২১ তারিখ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চুরি হয় রুনা-কাওসার দম্পতির একদিন বয়সী যমজ সন্তানের একটি। এর পর থেকে রুনার পরিবারে নেমে আসে অন্ধকার। ঘটনার পর থেকে নয়া দিগন্তসহ বিভিন্ন মিডিয়া ফলাও করে খবর প্রকাশ করতে থাকে। একপর্যায়ে ঘটনার সাত দিন পর র্যাব-৩ এর একটি দল গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে উদ্ধার করে নবজাতক শিশুটিকে। এ ঘটনায় গ্রেফতার করে রাশেদা খানম ওরফে পারভীন (৪৮) ও বেলি আক্তার ওরফে রহিমা (৪৫) নামে দু’জনকে।
No comments:
Post a Comment