ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ও তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলনস্থল ফাঁকা করার নির্দেশ দিয়েছেন পকিস্তান সুপ্রিম কোর্ট। প্রায় দুই সপ্তাহ ধরে দল দু’টি দেশটির সাংবিধানিক এলাকা ‘রেড জোনে’ সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে। খবর দ্য ডন ও জিও নিউজের। গতকাল দেশটির সর্বোচ্চ আদালতের জারি করা রুলে বলা হয়, দল দু’টি সাংবিধানিক এলাকায় আন
্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। পাকিস্তানের প্রধান বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ রুল জারি করে। বিচারপতি নাসিরুল মুলক অ্যাটর্নি জেনারেল এবং উভয় দলের আইনজীবীদের জানান, সাধারণ জনগণের চলাচল নির্বিঘœ করতে দলগুলোকে মঙ্গলবারের মধ্যে ওই স্থান ত্যাগ করতে হবে। আদালত আরো জানান, মঙ্গলবার আমরা ওই এলাকার ভেতর দিয়েই আদালতে আসতে চাই। রেড জোনের ভেতর দিয়ে চলাচলে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী এমনকি বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীও বাধার মুখে পড়ছেন বলে জানিয়েছেন আদালত। এ দিকে পদত্যাগের জন্য সরকারকে আরো ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির প্রধান তাহিরুল কাদরি। অন্য দিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান জানান, নতুন পকিস্তান না গড়ে তিনি বিয়ে করবেন না।
No comments:
Post a Comment