Wednesday, August 13, 2014

তোবা গ্রুপের কারখানাগুলো অবিলম্বে খুলে দেয়ার দাবি:নয়াদিগন্ত

তোবা গ্রুপের বন্ধ কারখানাগুলো অবিলম্বে খুলে দেয়ার দাবি জানিয়েছে ১৪টি সংগঠনের সমন্বয়ে গড়া নতুন জোট শ্রমিক ঐক্য। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এ দাবি জানানো হয়। এ সময় জোটের নেতারা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে বলেন, উনি কখনো শ্রমিক, কখনো সরকার, আবার কখনো বা মালিকের ভূমিকা পালন করেন। কিন্তু তোবার কারখানাগুলো খোলার ব্যাপারে তিনি এখন নিশ্চুপ ভূমিকা পালন করছেন। তার
এই নীরবতা কি অর্থ বহন করে তা শ্রমিকরা জানতে চায়। নতুন জোট গঠনের কারণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বঞ্চিত-শোষিত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ল্েয এ জোটের আত্মপ্রকাশ। জোটের অধীনস্থ সংগঠনগুলো হলোÑ জাতীয় শ্রমিক পার্টি, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক কর্মচারী জোট, বাংলাদেশ শ্রমজীবী কেন্দ্র, সংযুক্ত নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় ঘাট শ্রমিক পার্টি, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এবং ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানে জানানো হয়, কনভেশনের আগ পর্যন্ত নতুন ‘শ্রমিক ঐক্যের’ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় শ্রমিক পার্টির সভানেত্রী আনোয়ারা বেগম। এ ছাড়া ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আলমগীর মজুমদার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নৌমন্ত্রীর সমালোচনা করে আলমগীর মজুমদার বলেন, তোবা গ্রুপের এমডি দেলোয়ারকে মুক্ত করার জন্যই এই কারখানার ১৬০০ শ্রমিককে নিয়ে নাটক করা হয়েছে। একই সাথে অসহায় শ্রমিকদের নিয়ে কিছু বাম ধারার রাজনৈতিক দলও রাজনীতি করার চেষ্টা করেছে। তিনি বলেন, কিছু শ্রমিক সংগঠন শ্রমিকদের পে বড় বড় কথা বললেও কাজের বেলায় নেই, বরং তারা স্বার্থ উদ্ধারের জন্য শ্রমিকদের ব্যবহার করছে।

No comments:

Post a Comment