Friday, August 8, 2014

কলেজে যাওয়া হলো না শরীফার:নয়াদিগন্ত

কলেজে ভর্তির পর প্রথম কাস শরীফার। খুশি মনে মাকে নিয়েই কলেজের উদ্দেশে রওনা দেয় সে। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ ম্লান হলো। আর কলেজে যাওয়া হলো না নীলা আক্তার শরীফার (১৬)। কলেজে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিভে গেল তার জীবনপ্রদীপ। গতকাল রাজধানীর লালবাগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শরীফা আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। শরীফার মা রাবেয়া খাতুন জানান, তারা পর
িবারসহ কামরাঙ্গীরচরের আশরাফাবাদের সরদার বাড়িতে ভাড়া থাকেন। শরীফা এ বছর এসএসসি পাসের পর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। গতকাল ছিল তার প্রথম কাস। এ জন্য সকালে শরীফাকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে কলেজে যাচ্ছিলেন তিনি। অটোরিকশাটি লালবাগ গোড়-এ শহীদ মাজার গলিতে পৌঁছলে শরীফার গলার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে শরীফা নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ১২টার দিকে মারা যায় শরীফা।  দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শরীফা ছিল বড়। তার বাবার নাম মোহাম্মদ হালিম। গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার ব্রাহ্মণকৃষ্ণ নগরে।  প্রসঙ্গত, ব্যাটারিচালিত রিকশা ঢাকা শহরে চলাচল নিষিদ্ধ থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ এই বাহন চলাচল করছে। পুলিশ জানায়, এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশার চালককে আটক করা হয়েছে। 

No comments:

Post a Comment