Thursday, September 25, 2014

রাশিয়ার ওপর অবরোধ বাড়াচ্ছে জাপান:নয়াদিগন্ত

রাশিয়ার ওপর অবরোধ আরো বৃদ্ধি করছে জাপান। ইউক্রেনে বিদ্রোহীদের সাথে সংশ্লিষ্টতা ও প্রশান্ত মহাসাগরে জাপানের সাথে দ্বীপ নিয়ে বিরোধিতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে আবে সরকার। রাশিয়া এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে। গতকাল বুধবার জাপানের মন্ত্রিসভার মুখ্যসচিব ইওশিজাইদ সুগা জানান, নতুন অবরোধের ফলে জাপানে রাশিয়ার কয়েকটি ব্যাংকের কার্যক্রম সীমিত করার পাশাপাশি রাশিয়ায় অস্ত্র সরবরাহও প্রতিরোধ করবে জাপান। এর
আগেও ক্রিমিয়ায় রাশিয়ার হস্তেেপর ঘটনায় দেশটির ওপর অল্প কিছু অবরোধ আরোপ করেছিল জাপান। তবে তা ছিল খুব মৃদু পর্যায়ের। এ দিকে সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জাপান সফরে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা আর সম্ভব হচ্ছে না। ফলে অ্যাপকের সম্মেলনের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে শিনঝো আবে ও পুতিনের বৈঠকের জন্য।

No comments:

Post a Comment