Saturday, September 27, 2014

উন্নয়নের নামে দেশে লুটপাটের গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে : মুজাহিদুল ইসলাম সেলিম:নয়াদিগন্ত

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘উন্নয়নের’ নামে দেশে এখন ‘লুটপাটের গোষ্ঠীতন্ত্র’ কায়েম হয়েছে। এখন আর উন্নয়নের টাকার অংশবিশেষ লুটপাট হয় না, বরং উন্নয়নের অর্থের সবটাই লুটপাট হয়ে যাওয়ার পর তার অংশবিশেষ লোক দেখানো ‘উন্নয়নের’ কাজে ব্যয় করা হয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয় কর্তৃত্ববাদের অধীনে এনে দেশকে বেপরোয়া লুটপাটের স্বর্গরাজ্য করা হয়েছে। ‘লুটপাটের গোষ্ঠীতন্ত্
রের’ দুই প্রতিদ্বন্দ্বী দলের স্বার্থের দ্বন্দ্বই চলতি রাজনীতিতে নৈরাজ্যকর সঙ্ঘাতের জন্ম দিয়েছে। সিপিবি ও বাসদের আহ্বানে গতকাল পাঁচ দফাভিত্তিক দেশব্যাপী ‘দাবি দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস কাবের সামনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে এসব কথা বলেন তিনি।  মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, ‘লুটপাটের গোষ্ঠীতন্ত্রের’ উৎস এই উভয় পক্ষের নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করতে না পারলে সাধারণ মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি ও দেশে শান্তি-গণতন্ত্র আসবে না। তিনি আরো বলেন, নিজ নিজ দাবি ও অধিকার প্রতিষ্ঠায় জনগণকেই জেগে উঠতে হবে এবং লুটপাটের দল দু’টির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির হাত শক্তিশালী করতে হবে।  গ্রাম ও শহরের গরিবের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তিনি। তিনি ২৮ তারিখের মধ্যে সব শ্রমিককে তাদের পাওনা বেতন-ভাতা-বোনাসের টাকা প্রাপ্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান।  বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দেশবাসী বিকল্প রাজনৈতিক শক্তিবলয় চায়। আওয়ামী লীগ বা বিএনপির কোনো নব-সংস্করণ তারা চায় না। আন্দোলনের প্রক্রিয়াতেই সেরূপ বিকল্প গড়ে তোলার কাজ এগিয়ে নিতে হবে। খালেকুজ্জামান দেশে সন্ত্রাস ও অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সরকারকে হুঁশিয়ার করে দেন। সমাবেশ পরিচালনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন।

No comments:

Post a Comment