Saturday, September 27, 2014

বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে সরকারের শেষ রা হবে না : খন্দকার মাহবুব হোসেন:নয়াদিগন্ত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সরকারকে সতর্ক করে বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে শেষ রা হবে না। অনির্বাচিত বিতর্কিত সংসদের ষোড়শ সংশোধনী দেশবাসী মানবে না।  যুব জাগপার দুই যুগ পূর্তি উপলে গতকাল এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন।  তিনি আরো বলেন, আইয়ুব-ইয়াহিয়া-বাকশালের আমলেও একই খেলা হয়েছিল। গণ-আন্দোলনের ম
ুখে সবই উড়ে গেছে। তিনি যুব জাগপার নেতাকর্মীসহ যুবসমাজকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমে আসার আহ্বান জানান।  সভায় ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, স্বাধীনতার ছায়া ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রের বৃ বাঁচে না। গদির লোভে সরকার লাখো শহীদের বাংলাদেশকে দিল্লির কাছে বন্ধক রেখেছে। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণ স্বাধীনতা অর্জনের সংগ্রামে সাহসী যুবকদের ’৭১-এর মতো প্রস্তুতি নেয়ার  আহ্বান জানান।  নগর যুব জাগপার সভাপতি জি এম আবদুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন যুব জাগপার সভাপতি ইনসান আলম আক্কাস। বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন বাবলু, আসাদুর রহমান খান, অ্যাডভোকেট মজিবুর রহমান, সানাউল্লাহ সানু, যুব জাগপার কেন্দ্রীয় ও নগর নেতা মানিক সরকার, শেখ ফরিদউদ্দিন, ইব্রাহীম জুয়েল, মাহিদুর রহমান বাবলা, সাইদুল ইসলাম সাগর, খোরশেদ আলম সুমন, আরিফুল হক তুহিন, শফিকুল ইসলাম ফেরদৌস, জাগপা ছাত্রলীগের রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান, শ্যামল চন্দ্র সরকার, আবু নাঈম, নগর জাগপা ছাত্রলীগের আবদুর রহমান ফারুকী ও জাগপা মজদুর লীগের এ আর তিতাস।

No comments:

Post a Comment