Tuesday, September 23, 2014

অবৈধ সরকার রাষ্ট্রীয় অর্থ অপচয় করছে : ফখরুল:নয়াদিগন্ত

ক্ষমতাসীন সরকারকে অবৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ২০ দলের শান্তিপূর্ণ হরতাল চলাকালে জোটের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের অভিযোগ করেন তিনি। গতকাল সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, প্রায় ১৮০ জনের একটি বিশাল বহর নিয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক গেছেন। অতীতে কোনো প্রধানমন্ত্রী এ
ত বেশি মানুষ নিয়ে সফর করেননি। এত বিশালসংখ্যক লোক নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকার রাষ্ট্রের অর্থ অপচয় করছে অভিযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ২০ দলীয় জোট আহূত দেশব্যাপী হরতালের সার্বিক চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান, মো: শাহজাহান, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিচারকদের অভিশংসন আইন বাতিলের দাবিতে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ২০ দলীয় জোটের হরতাল চলছিল। কিন্তু অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী সন্ত্রাস করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করেছে। অনেককে আটক করে থানায় নেয়ার পর পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় ৩২ নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া পুলিশ ৩৫৩ জন নেতাকর্মীকে আটক করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সরকার। তারা অনৈতিক সংসদ গঠন করেছে, যে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তিনি বলেন, সরকার একটি অবৈধ সংসদের কাছে মাননীয় বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। তারা জনগণের মতামতকে তোয়াক্কা করেনি। মূলত একদলীয় বাকশাল কায়েমের চূড়ান্ত আয়োজন হচ্ছে সংবিধানের ষোড়শ সংশোধনী। কিন্তু এ দেশের জনগণ বিচারপতিদের অভিশংসন আইন মানে না। মির্জা ফখরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধন করে এ সরকার গণতন্ত্রের গলা টিপে ধরে একদলীয় শাসনের চূড়ান্ত পরিকল্পনার দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, অবৈধ, অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী প্রায় ১৮০ জন লোকের বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন। অতীতে কখনো এত লোকের সফর হয়নি। তিনি বলেন, শুনেছি সরকারের ৯ জন মন্ত্রী তাদের স্ত্রীদের নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয়রাও গেছেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী একজন সচিবও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দেশের অর্থ ব্যয় করে প্রধানমন্ত্রীর এত সফরসঙ্গী হওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন। এর মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ অপচয় করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল।

No comments:

Post a Comment