বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ অনৈতিক সংসদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে একের পর এক অসত্য কথা বলছেন। ‘বিএনপি-জামায়াত সহিংসতা করছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। বিএনপি উদার ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগ উদার রাজনীতি করতে
দিচ্ছে না। কারণ তারা সন্ত্রাসীদের দল। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতে কোনো শাসক জনগণের আন্দোলনকে দমাতে পারেনি। বর্তমান স্বৈরাচারী সরকারও পারবে না। জনগণের তীব্র আন্দোলনের মাধ্যমেই সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে বাধ্য করা হবে। গতকাল জাতীয় প্রেস কাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক-২০১৪ ও বর্তমান প্রোপটে দেশপ্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, ভিপি সাইফুল, আপেল মাহমুদ, মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নিজ নিজ েেত্র বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের ‘জিয়া স্বর্ণপদক ২০১৪’ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হক, দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ, দিগন্ত টিভির প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নয়া দিগন্তের সিনিয়র ফটো-সাংবাদিক নাসিম সিকদার, দিনকালের বিনোদন সাংবাদিক আব্দুল্লাহ জেহাদ, ইমপ্রুভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির ফারুক, সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আলম, লেখক কলামিস্ট মো: বেলায়েত হোসেন, মানিকগঞ্জের হরিরামপুর পৌর চেয়ারম্যান সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী আলম আরা মিনু, লিজা মেরিনা আফরোজ, লাইলুন নাহার রেখা, চিত্রনায়ক হেলাল খান, চিত্রনায়িকা রেবেকা ও অভিনেতা সাঙ্গু পাঞ্জা। বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসীদের সংগঠনÑ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি কখনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে বিশ্বাস করে না বরং আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়, দেশে সন্ত্রাস হয়। তারা সন্ত্রাস করে বলেই বিএনপিকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে অসত্য কথা বলেছেন বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে পাকাপোক্ত করতে সংবিধানের মূলোৎপাটন করে বিভিন্ন ধারা সংশোধন করেছে। এর মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি মন্তব্য করে তিনি বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে স্বৈরাচারী মনোভাব পোষণ করে। তাদের অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের কণ্ঠরোধ করেছে। আমাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে জিয়াউর রহমানের আদর্শ টিকিয়ে রাখতে হলে সাংস্কৃতিক আন্দোলন অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, সেদিন প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখলদাররা ক্ষমতা দখল করেছে। তিনি বলেন, আমাদের দায়িত্ব ছিল সেই নির্বাচন প্রতিহত করা। আমরা চেষ্টা করেছি। জনগণ ভোট দিতে যায়নি। তিনি বলেন, অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতে কেউ জনগণের আন্দোলনকে দমাতে পারেনি। এখনো পারবে না। মামলা হামলা করে কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জনগণের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে বাধ্য করা হবে। সারা দেশে সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে জিসাস নেতৃবৃন্দকে আহ্বান জানান তিনি।
No comments:
Post a Comment