Monday, September 1, 2014

ঢাবি ভর্তিতে প্রতি আসনে লড়বেন ৪৬ শিক্ষার্থী:নয়াদিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযুদ্ধে আসন প্রতি ৪৬ জন শিক্ষার্থী লড়বেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ছয় হাজার ৫৮২টি আসন রয়েছে। এর বিপরীতে মোট আবেদন পড়েছে তিন লাখ এক হাজার ১৪৮টি। গতকাল বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি সাংবাদিকদের জানান,
ক ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল এক লাখ ৫৩ হাজার ৪২৪জন শিক্ষার্থীর। এ ইউনিটের এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮১ হাজার ৯৪৮ জন। আসনপ্রতি ৫০ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবে। বিগত বছর এ সংখ্যা ছিল ৪৪। খ ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল দুই লাখ ২২ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর। দুই হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪২ হাজার ৪১৭ জন। আসন প্রতি লড়বে ২০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৮।  গ ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল দুই লাখ পাঁচ হাজার ৬০৬ জন শিক্ষার্থীর। এ ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৯ হাজার ৯৭৬ জন। আসনপ্রতি লড়বে ৪৩ জন শিক্ষার্থী। বিগত বছরও এ সংখ্যা ছিল ৪৩। ঘ ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল পাঁচ লাখ ১০ হাজার ২৫১ জন শিক্ষার্থীর। এ ইউনিটে এক হাজার ৪১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ ১২ হাজার ৪২ জন। আসনপ্রতি লড়বে ৭৯ জন শিক্ষার্থী। গত বছরে যা ছিল ৬১ জন। এ ইউনিটের আসনের মধ্যে মানবিকের জন্য ৪৮টি, ব্যবসায় শিক্ষার জন্য ৩৪৪ এবং বিজ্ঞানের জন্য এক হাজার ২৪টি আসন রয়েছে। চ ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল আট লাখ ৫৪ হাজার ৪২০ জন শিক্ষার্থীর। ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৭৫০ জন। আসনপ্রতি লড়বে ১০৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৮৫ জন।  গত ১৪ আগস্ট বেলা ২টা থেকে অনলাইনে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন। ক ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর, খ ইউনিটের ভর্তিপরীক্ষা ১৯ সেপ্টেম্বর, গ ইউনিটের ভর্তিপরীক্ষা ৫ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ভর্তিপরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চ ইউনিটের ভর্তিপরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment