Saturday, September 27, 2014

খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : রফিকুল ইসলাম মিয়া:নয়াদিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা করছে সরকার; কিন্তু এটি করার চেষ্টা করলে দেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যার পরিণাম হবে ভয়াবহ।  গতকাল জাতীয় প্রেস কাবে ধানের শীষ সমর্থক ফোরাম আয়োজিত ‘ষড়যন্ত্রের কবলে জিয়া পরিবার : দেশপ্রেমিক নাগরিকের করণীয়’ শীর্ষক এক আল
োচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: গোলাম মোস্তফা।  রফিকুল ইসলাম মিয়া আরো বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি হবে না তা আদালতই সিদ্ধান্ত নেবেন; কিন্তু নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তার দলীয় সভায় খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিচ্ছেন। এর মাধ্যমে তিনি বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তপে করছেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, সম্প্রতি আইন করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়া হয়েছে। এখন নির্বাহী প্রধান গ্রেফতারের কথা বললে বিচার বিভাগ ন্যায়বিচার করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।  তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করলে জনগণ মেনে নেবে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, দলছুট কিছু নেতাকে নিয়ে ২০ দলীয় জোট ভাঙার যতই চেষ্টা  করুন কোনো লাভ হবে না। এর আগে এরশাদও এই চেষ্টা করেছিলেন; কিন্তু ব্যর্থ হন। আপনারাও ব্যর্থ হবেন। রফিকুল বলেন, ২০ দলীয় ঐক্যজোট গণতান্ত্রিক ও সুশাসনের সরকার গঠনে যে আন্দোলন করছে তা কোনোভাবেই থামানো যাবে না।  সভায় আরো বক্তৃতা করেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, মাওলানা শোয়াইব আহমেদ, ব্যারিস্টার পারভেজ আহমেদ, ব্যারিস্টার ফারহানা রুহি, বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ উদ্দিন, ধানের শীষ সমর্থক ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুইয়া, কৃষক দলের শাহবাগ থানা সভাপতি এম জাহাঙ্গীর আলম, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

No comments:

Post a Comment