Wednesday, September 10, 2014

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা:নয়াদিগন্ত

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। গতকাল সকালে শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী স্লোগান দিয়ে অংশ নেন।  এ সময় উপস্থিত সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, দিনণ ঠিক করে সরকার পতন হয় না। আন্দ
োলনের কৌশল খালেদা জিয়া ভালো করেই জানেন। তিনি বলেন, যথাসময়ে উপযুক্ত কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়া সরকার পতনের আন্দোলন চূড়ান্ত করবেন। তিনি আরো বলেন, বিনাভোটে গঠিত সংসদ কখনো বৈধতা পায় না। সেই অবৈধ সংসদের অবৈধ সরকার বিচারপতিদের অভিশংসনের আইন পাস করতে যাচ্ছে। এরা সম্প্রচার নীতিমালা আইন পাস করেছে। অবৈধ সরকারের অবৈধ সংসদের এসব বিল পাস হতে পারে না। সরকার বিচারপতিদের অভিশংসন আইনের মাধ্যমে বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, সুলতানা আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment