গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস কাবের হলরুমে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেবের অবস্থা হয়েছে ন্যাংটা পাগলের মতো। ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পরও তিনি বলছেন জোট অটুট আছে এবং থাকবে। বিএনপি রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে উল্লেখ করে সাবেক এই বনমন্ত্রী বলেন, বিএনপির এই দৈন্যদশার জন্য খালেদা জিয়া নিজেই দায়ী। তারা মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতিসহ ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির এ দৈন্যদশা দেখা দিয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি মো: হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Saturday, September 27, 2014
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : হাছান মাহমুদ:নয়াদিগন্ত
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস কাবের হলরুমে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেবের অবস্থা হয়েছে ন্যাংটা পাগলের মতো। ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পরও তিনি বলছেন জোট অটুট আছে এবং থাকবে। বিএনপি রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে উল্লেখ করে সাবেক এই বনমন্ত্রী বলেন, বিএনপির এই দৈন্যদশার জন্য খালেদা জিয়া নিজেই দায়ী। তারা মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতিসহ ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির এ দৈন্যদশা দেখা দিয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি মো: হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment