Sunday, November 23, 2014

হোটেল থেকে মেডিক্যাল ছাত্রের লাশ উদ্ধার:নয়াদিগন্ত

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে দীপঙ্কর চন্দ্র দেবনাথ (২৩) নামে মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় হোটেল এরিনা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দীপঙ্কর সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের শিার্থী বলে জানা গেছে।   মতিঝিল থানার এসআই আবু তাহের জানান, গত শুক্রবার বেলা ৩টায় দীপঙ্কর
ওই হোটেলের ৩০২ নম্বর রুমে ওঠেন। শনিবার সন্ধ্যায় হোটেলের বয়রা ডাকাডাকি করার পরও তিনি দরজা না খোলায় হোটেল কর্তৃপ থানায় খবর দেয়। খবর পেয়ে আবু তাহেরসহ পুলিশের একটি টিম হোটেলে গিয়ে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। দীপঙ্কর গলায় গামছা পেঁচিয়ে রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিলেন। ওই রুমে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যাতে তিনি লিখেছেন, ‘আমার নিঃস্বার্থ চলে যাওয়ায় কেউ দায়ী না। বাবা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারলাম না। আমার ডাক্তার হওয়া হলে না।’ আবু তাহের আরো জানান, দীপঙ্কর সিলেটের বিয়ানীবাজার কলেজের অধ্য দ্বারকেশ চন্দ্রনাথের ছেলে। সাত দিন আগে সিলেটের বাসা থেকে বের হয়ে আর ফিরে যাননি দীপঙ্কর। মেডিক্যাল সূত্র জানায়, দীপঙ্করের স্বজনেরা এখনো ঢাকায় পৌঁছাননি। ময়নাতদন্ত করা হবে।

No comments:

Post a Comment