রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তরা এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম মো: রাজীব (৩০)। রোববার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করিমউল্লাহবাগের পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল পর্যন্ত পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হাসপাতাল সূত্র জানায়, রনিসহ তার দুই-তিন বন্ধু রাতে জরুরি কথা আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ৫৭ নম্বর করিমউল্লাহবাগের একটি পরিত্যক্ত
অ্যাপার্টমেন্টে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। খবর পেয়ে সাদ্দাম নামে এক ব্যক্তিসহ কয়েকজন রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাতে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজীব শ্যামপুরের দ্য রোলিং মিল ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্যামপুর থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার বাবা বাচ্চু মিয়া। রাজীবের স্ত্রী শিউলি বেগম। তিনি মেয়ের জনক ছিলেন। হাসপাতালে নিহতের ভাই সাজু জানান, স্থানীয় সন্ত্রাসীদের কার্যক্রম বলে দেয়া এবং পুলিশকে সহযোগিতা করায় তার ভাই খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন। শ্যামপুর থানার সাবইন্সপেক্টর আকবর আলী হাসপাতালে জানান, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
No comments:
Post a Comment