Sunday, November 23, 2014

২০ দলের শীর্ষ নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠক:নয়াদিগন্ত

দেশের চলমান পরিস্থিতি ও আগামী দিনের জোটের সম্ভাব্য আন্দোলনের কর্মপন্থা নিয়ে গতকাল ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।   বৈঠক সূত্রে আরো জানা যায়, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হলে জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনে যাবে
বিরোধীদলীয় জোট।   বৈঠক সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা বলে বিএনপির কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হলে তারও প্রতিবাদ জানাবে বিরোধীদলীয় জোট। ডিসেম্বরে এর প্রতিবাদে কর্মসূচি দেয়ার বিষয়ে জোট নেতারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।   জানা গেছে, বৈঠকে জোট প্রধান বেগম খালেদা জিয়া সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য জোটের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রয়োজনে জেল-জুলুম সহ্য করতে হবে। রাজপথের লড়াইয়ে রক্ত দিতে হবে। খালেদা জিয়া বলেন, বিএনপির শীর্ষ নেতারাও রাজপথে নামার শপথ নিয়েছেন। আপনারাও শপথ নিন।   রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে খালেদা জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির কর্নেল (অব:) ড. অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ডা: রিদওয়ান উল্লাহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার ও টিআইএম ফজলে রাব্বী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি এনডিপির গোলাম মোর্ত্তজা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির ডা: মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের কামরুজ্জামান, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আব্দুল মোবিন, পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, ডেমোক্র্যাটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি ও সাম্যবাদী দলের সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment