Monday, November 24, 2014

আ’লীগের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে : খালেদা জিয়া:নয়াদিগন্ত

বর্তমান আওয়ামী লীগ সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রক্তনেশায় মতাসীনরা ‘উন্মাদ’ হয়ে গেছে। এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গতকাল রাতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের রক্তনেশায় আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। তারা যেখানে যাকে পাচ্ছে, তাকে হত্যা করছে। এরা ড্রাকুলার মতো রক্ত শোষণে মত্ত হয়ে উঠেছে।   কেবল তা-ই নয়, মতাসীনদের সাথে স
রকারের নানা বাহিনী যুক্ত হয়ে টাকার বিনিময়ে মানুষ গুম করছে, মানুষ হত্যা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এর পরিণতি হবে অত্যন্ত খারাপ। এদের এত কঠিন পরিণতি হবে যে তাদের মৃত্যুতে মানুষ ইন্নালিল্লাহ পড়বে না। সরকারের এহেন তৎপরতা থেকে রায় নেতাকর্মীদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন।   গতকাল রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে নিহত গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ উপলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গফরগাঁও উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান রোকন বক্তব্য রাখেন। এ সময় দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা সাধারণ সম্পাদক আবদুল ওহাব আখন্দ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।   বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানের শুরুতে কমলের বাবা আবুল কালাম, মা নূরুন্নাহার ও স্ত্রী খাদিজা খানমকে সান্ত্বনা দেন এবং তাদের আট লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।   উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গফরগাঁও আওয়ামী লীগের সন্ত্রাসীরা কমলকে কুপিয়ে হত্যা করে।   মতাসীন ছাত্র সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, দেশে আজ সরকার বলে কিছু নেই। দেশে আইনের শাসন নেই। আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দেখেও দেখে না। বিশ্ববিদ্যালয় ও শিাঙ্গনগুলো এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শিার্থীরা যেমন নিরাপদ নয়, তেমনি শিকেরাও আজ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। সরকার গুম-খুন নীতি অনুসরণ করেছে দাবি করে তিনি বলেন, নির্বাচনের তিন মাসে ৩১০ জন নেতাকর্মীকে খুন করা হয়েছে। ৬৫ জনকে গুম করে ফেলা হয়েছে। তারা (সরকার) গুম ও খুন নীতি অনুসরণ করেছে। এভাবে তারা মতায় টিকে থাকতে পারবে না।   সরকারের বিরুদ্ধে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, জনগণ ও বিএনপি মনে করে, আন্দোলনের মাধ্যমে নরপিচাশ আওয়ামী লীগ সরকারের বিদায় হবে, দেশের আবার গণতন্ত্র ফিরে আসবে। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।   দেশে কোনো ন্যায় বিচার নেই- মন্তব্য করে তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার বলে আজ কিছু নেই। ন্যায় বিচার থাকলে আওয়ামী লীগের জন্য এক রকম এবং বিএনপির জন্য অন্য রকম বিচার হতো না। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হচ্ছে। অন্য দিকে আওয়ামী লীগের ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু সব কিছুর একদিন বিচার হবে বলে মন্তব্য করেন বেগম খালেদা জিয়া।

No comments:

Post a Comment