Sunday, November 30, 2014

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স:নয়াদিগন্ত

ফ্রান্স শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ব্যর্থ হলে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লুরেন্ট ফাবিয়াস পার্লামেন্ট দেয়া এক ঘোষণায় বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগ ব্যর্থ হলে তাৎক্ষণিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স।’   ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য ফরাসি সরকারের প্রতি সে দে
শের রাজনীতিবিদেরা দাবি জানানোর পর পার্লামেন্টে এ ঘোষণা দিলেন ফাবিয়াস। শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়ায় ইউরোপের অন্য দেশগুলোতেও হতাশা দেখা দিয়েছে বলে আলজাজিরা জানিয়েছে। শুক্রবার ফরাসি পার্লামেন্টেও এ নিয়ে মতাসীন সোস্যালিস্টদের মধ্যে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে ফিলিস্তিনি মিশনের প্রধান হায়েল আল-ফাহুম এতে অংশ নিয়েছিলেন। আগামী ২ ডিসেম্বের ফরাসি পার্লামেন্ট এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে।   এর আগে গত ১৩ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্ট এবং ১৮ নভেম্বর স্পেনিস এ জাতীয় প্রস্তাব অনুমোদন করেছিল। এ ছাড়া গত ৩০ অক্টোবর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সুইডেন। এ দিকে এই ফরাসি ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছি ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যারিসকে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ফ্রান্স বড় ধরনের ভুল করবে।’      

No comments:

Post a Comment