পরীক্ষা শুরুর ১১ ঘণ্টা আগে তা বেশ কয়েকটি ফেসবুক আইডিতে আপলোড করার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে বলে অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন। তিনি বলেন, ফেসবুকের সাজেশন আকারে যেসব প্রশ্নের নমুনা দেয়া হচ্ছে, তা আমরা খতিয়ে দেখব। এ দিকে গত বছর প্রশ্ন ফাঁসের ব্যাপারে তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল তার কোনো কিছুই এবারকার পরীক্ষার আগে বিবেচনায় নেয়া হয়নি বলে জানা গেছে। কিছু প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রশ্ন প্রণয়নের সাথে জড়িতদের বদলি ছাড়া প্রশ্নের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো পদক্ষেপই নেয়া হয়নি। সংশ্লিষ্টরা জানান, গত বছরের তদন্ত কমিটির সুপারিশগুলোকে আমলে নেয়নি মন্ত্রণালয় ও ডিপিই। মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরীক্ষাসংক্রান্ত কাজে নিয়োজিতদের সাথে আলাপ করে জানা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে বিকল্প ব্যবস্থা নেয়ার কোনো সুযোগই বিবেচনায় নেয়া হয়নি এবার। প্রতিটি বিষয়ের জন্য এক সেট প্রশ্ন ছাপানো হয়েছে। তা-ই সারা দেশে পাঠানো হয়েছে এবং সমাতনী পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকেই প্রশ্ন বিলি-বণ্টন করা হয়েছে এবার। পঞ্চম শ্রেণীতে যে বিপুল শিক্ষার্থী তাদের জন্য একাধিক সেট প্রশ্ন প্রণয়ন, ছাপা, বিতরণে বিপুল সময় ও অর্থের প্রয়োজনীয়তার কারণে একাধিক সেট প্রশ্ন ছাপানো হয়নি বলে তারা জানান। প্রসঙ্গত, গত বছর (২০১৩) প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটি তাদের প্রতিবেদনে প্রশ্ন প্রণয়নে পরিবর্তন আনা, চিহ্নিত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া, সন্দেহ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অধিকতর তদন্তের ব্যবস্থা করা ইত্যাদি সুপারিশ করেছিল। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোচ্চার জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল প্রাথমিক সমাপনীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের ফাঁস হওয়া এবং মূল প্রশ্নপত্র দিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এক নিবন্ধ লিখেছেন, ‘আমাদের শিশুদের লেখাপড়ার দরকার নেই, দোহাই আপনাদের, তাদের ক্রিমিনাল করে বড় করবেন না!’ এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ফেসবুকে সাজেশন আকারে যে সব প্রশ্নের নমুনা দেয়া হচ্ছে, তা আমরা খতিয়ে দেখব। নমুনা বা সাজেশনের সাথে যদি মূল প্রশ্নের মিল পাওয়া যায় তবে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা পরীক্ষা করে দেখব। পরীক্ষা বাতিল বা নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে সামগ্রিক বিষয় বিবেচনায় নিতে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ অভিভাবকদের : গতকাল অনুষ্ঠিত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের সাথে আগের রাতে ফেসবুকে দেয়া সাজেশনের হুবহু মিলেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন অভিভাবকেরা। তারা জানান, আগের রাতে ও পরীক্ষার দিন সকালে ফেসবুক নমুনা প্রশ্নের সাথে পরীক্ষার মূল প্রশ্ন মিলে গেছে। তারা বলেন, নমুনা প্রশ্নে পাঠ্য বইয়ের পৃষ্ঠা ও প্রশ্ন নম্বর দেয়া ছিল। ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীর নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, তার গৃহশিক্ষক আগের রাতে যেসব প্রশ্নের সমাধান পড়িয়েছেন; পরীক্ষায় তা-ই এসেছে। তার পরীক্ষা খুব ভালো হয়েছে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Friday, November 28, 2014
ফেসবুক আইডির কাছে অসহায় মন্ত্রণালয়:নয়াদিগন্ত
পরীক্ষা শুরুর ১১ ঘণ্টা আগে তা বেশ কয়েকটি ফেসবুক আইডিতে আপলোড করার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে বলে অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন। তিনি বলেন, ফেসবুকের সাজেশন আকারে যেসব প্রশ্নের নমুনা দেয়া হচ্ছে, তা আমরা খতিয়ে দেখব। এ দিকে গত বছর প্রশ্ন ফাঁসের ব্যাপারে তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল তার কোনো কিছুই এবারকার পরীক্ষার আগে বিবেচনায় নেয়া হয়নি বলে জানা গেছে। কিছু প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রশ্ন প্রণয়নের সাথে জড়িতদের বদলি ছাড়া প্রশ্নের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো পদক্ষেপই নেয়া হয়নি। সংশ্লিষ্টরা জানান, গত বছরের তদন্ত কমিটির সুপারিশগুলোকে আমলে নেয়নি মন্ত্রণালয় ও ডিপিই। মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরীক্ষাসংক্রান্ত কাজে নিয়োজিতদের সাথে আলাপ করে জানা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে বিকল্প ব্যবস্থা নেয়ার কোনো সুযোগই বিবেচনায় নেয়া হয়নি এবার। প্রতিটি বিষয়ের জন্য এক সেট প্রশ্ন ছাপানো হয়েছে। তা-ই সারা দেশে পাঠানো হয়েছে এবং সমাতনী পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকেই প্রশ্ন বিলি-বণ্টন করা হয়েছে এবার। পঞ্চম শ্রেণীতে যে বিপুল শিক্ষার্থী তাদের জন্য একাধিক সেট প্রশ্ন প্রণয়ন, ছাপা, বিতরণে বিপুল সময় ও অর্থের প্রয়োজনীয়তার কারণে একাধিক সেট প্রশ্ন ছাপানো হয়নি বলে তারা জানান। প্রসঙ্গত, গত বছর (২০১৩) প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটি তাদের প্রতিবেদনে প্রশ্ন প্রণয়নে পরিবর্তন আনা, চিহ্নিত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া, সন্দেহ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অধিকতর তদন্তের ব্যবস্থা করা ইত্যাদি সুপারিশ করেছিল। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোচ্চার জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল প্রাথমিক সমাপনীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের ফাঁস হওয়া এবং মূল প্রশ্নপত্র দিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এক নিবন্ধ লিখেছেন, ‘আমাদের শিশুদের লেখাপড়ার দরকার নেই, দোহাই আপনাদের, তাদের ক্রিমিনাল করে বড় করবেন না!’ এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ফেসবুকে সাজেশন আকারে যে সব প্রশ্নের নমুনা দেয়া হচ্ছে, তা আমরা খতিয়ে দেখব। নমুনা বা সাজেশনের সাথে যদি মূল প্রশ্নের মিল পাওয়া যায় তবে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা পরীক্ষা করে দেখব। পরীক্ষা বাতিল বা নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে সামগ্রিক বিষয় বিবেচনায় নিতে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ অভিভাবকদের : গতকাল অনুষ্ঠিত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের সাথে আগের রাতে ফেসবুকে দেয়া সাজেশনের হুবহু মিলেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন অভিভাবকেরা। তারা জানান, আগের রাতে ও পরীক্ষার দিন সকালে ফেসবুক নমুনা প্রশ্নের সাথে পরীক্ষার মূল প্রশ্ন মিলে গেছে। তারা বলেন, নমুনা প্রশ্নে পাঠ্য বইয়ের পৃষ্ঠা ও প্রশ্ন নম্বর দেয়া ছিল। ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীর নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, তার গৃহশিক্ষক আগের রাতে যেসব প্রশ্নের সমাধান পড়িয়েছেন; পরীক্ষায় তা-ই এসেছে। তার পরীক্ষা খুব ভালো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment