Monday, November 3, 2014

ওয়াগাহ সীমান্তে আত্মঘাতী হামলায় নিহত ৫২, আহত ২০০:নয়াদিগন্ত

পাকিস্তানের পাঞ্জার প্রদেশের ওয়াগাহ সীমান্তে গতরাতে নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানা গেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জুনদুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের লাহোর ও ভারতের অমৃতসরের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ হচ্ছে ওয়াগাহ। খবর ডন নিউজ ও এন
ডিটিভি। পাঞ্জাব প্রাদেশিক পুলিশের চিফ ইন্সপেক্টর জেনারেল মোশতাক সুকেরা বার্তা সংস্থা এপিকে জানান, ওয়াগাহ সীমান্তে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের একটি চেকপয়েন্টের কাছে একটি রেস্টুরেন্টের বাইরে হামলাটি চালানো হয়। লাহোরের পুলিশ প্রধান আমিন ওয়াইনস হামলাটি আত্মঘাতী ছিল বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়াগাহ সীমান্তে প্রত্যেক সন্ধ্যায় পতাকা নামানো উপলক্ষে আয়োজিত আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের প্যারেড দেখে লোকজন যখন ফিরে যাচ্ছিল তখন বিস্ফোরণটি ঘটে। ওয়াগাহর নিকটবর্তী গুরকি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিস্ফোরণের ঘটনায় খোঁজখবর নিচ্ছেন এবং তাকে সামগ্রিক পরিস্থিতি অবহিত করার নির্দেশ দিয়েছেন। সীমান্তের ভারতীয় অংশের একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের অংশের পরিস্থিতি নিরাপদ রয়েছে। হামলার দায়িত্ব স্বীকার করা জঙ্গি সংগঠন জুনদুল্লাহ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে যাওয়া একটি অংশ। এই গ্রুপের মুখপাত্র আহমেদ মারওয়াত টেলিফোনে বলেছেন, জারব-ই-আজব এবং ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান চালানোর প্রতিশোধ নিতেই ওয়াগাহ সীমান্তে এই হামলা চালানো হয়েছে। পাঞ্জাব রেঞ্জার্সের ডিজি খান তাহির খান বলেছেন, প্যারেড স্থল থেকে প্রায় ৬০০ মিটার দূরে হামলাটি চালানো হয়। কড়া নিরাপত্তার কারণে হামলাকারীরা প্যারেড অনুষ্ঠানের কাছে ভিড়তে পারেনি বলে তিনি জানান। প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান লণ্ডভণ্ড ও কয়েকটি বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

No comments:

Post a Comment