Monday, November 3, 2014

ষোলো আনা আনন্দ, সঙ্গে আরও কিছু:প্রথম অালো

কাল নিরবধি। তার নিরন্তর প্রবাহের সঙ্গী হয়ে ১৬ বছর পেরিয়ে এল প্রথম আলো। আগামীকাল ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম আলোর সপ্তদশ বর্ষে যাত্রা। বিগত ১৬ বছরে প্রথম আলোর পথ মসৃণ, কুসুমাস্তীর্ণ ছিল না। অনেক প্রতিবন্ধকতা, বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের শীর্ষ দৈনিকের আসনটিতে প্রথম আলো আসতে পেরেছে পাঠকের ভালোবাসা আর সত্য প্রকাশের অবিচল নিষ্ঠাকে ধারণ করে। গত ২০ সেপ্টেম্বর ফ্রান্সে স্পার্ক নিউজ ‘ইমপ্যাক্ট জ
ার্নালিজম’ নামে ৪০ দেশের প্রধান ৪০টি পত্রিকার অংশগ্রহণে নিজ নিজ দেশের মানুষের উন্নয়ন, উদ্যোগ নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে। তারা এতে বাংলা ভাষার পত্রিকা হিসেবে প্রথম আলোকে আমন্ত্রণ জানায়। এ ছাড়া ১৫ অক্টোবর থেকে বাংলা ভাষার দৈনিক হিসেবে প্রথম আলোই প্রথম দেশের সীমানা অতিক্রম করে কাতার থেকে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ হিসেবে। এখন বিশ্বের ১২০টি দেশে অনলাইনে প্রথম আলো পড়া হচ্ছে। এই অনন্য উচ্চতায় পৌঁছার আনন্দ শুধু প্রথম আলোর একার নয়; দেশ-বিদেশের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতাসহ নানাভাবে যাঁরা সহযোগিতা করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের সবার। সবাইকে নিয়েই ১৬তম বর্ষপূর্তির আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর বৈচিত্র্যময় বহুমাত্রিক এই আয়োজনের অংশ হিসেবে কাল মঙ্গলবার প্রকাশিত হচ্ছে ১২ পাতার একটি বিশেষ ক্রোড়পত্র। এতে থাকবে গত এক বছরে যেসব আলোচিত ঘটনার সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, তার নেপথ্য কাহিনি। আর মঙ্গলবারের নিয়মিত আয়োজন নকশা প্রকাশিত হবে বিশেষ আঙ্গিকে। তারকানির্ভর নকশার এই সংখ্যা হবে সংগ্রহে রাখার মতো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিন প্রকাশিত হবে চারটি বিশেষ সংখ্যা। ৬ নভেম্বর প্রকাশিত হবে ‘স্বপ্নভরা দেশের পথ’। যত প্রতিবন্ধকতাই থাক, সমৃদ্ধ স্বদেশ গড়ার স্বপ্ন মানুষের মন থেকে মুছে যায়নি। কীভাবে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, তা নিয়ে লিখেছেন দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, প্রশাসনের সাবেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে। যেসব মানুষ দেশ ও জাতিকে গৌরবান্বিত করেছেন, তাঁদের এগিয়ে যাওয়া, লক্ষ্য, আদর্শ নিয়ে ৭ নভেম্বর প্রকাশিত হবে ‘আমাদের নায়কেরা’ নামের ক্রোড়পত্র। নারীরা বেরিয়ে এসেছেন অচলায়তন ভেঙে। সাফল্য অর্জন করছেন নানা ক্ষেত্রে। সেই কৃতী নারীদের সংগ্রাম ও অর্জনের কথা দিয়ে সাজানো হয়েছে ‘অর্জনে অনন্যা’ ক্রোড়পত্রটি। প্রকাশিত হবে ৮ নভেম্বর। তারুণ্যই দেশের ভবিষ্যৎ। তাদের জয়গাথা নিয়ে ‘তারুণ্যের অভিযাত্রা’ নামের শেষ ক্রোড়পত্রটি প্রকাশিত হবে ৯ নভেম্বর। এ তো গেল প্রকাশনা নিয়ে বিশেষ আয়োজনের কথা। দিনভর এক ব্যতিক্রমী আনন্দ উৎসবেরও আয়োজন করা হয়েছে সমাজের সব স্তরের শ্রেণি-পেশার মানুষের জন্য, ৭ নভেম্বর। এদিন বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী ‘উৎসব ষোলো আনা’ শুরু হবে সকাল ১০টা থেকে। এর উদ্বোধন করবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকারা। শুরুতেই থাকবে গানের পর্ব, তারপর ‘২০২৪: বাংলাদেশ’ নামে ভিন্ন রকম এক আয়োজন। স্বপ্নের বাংলাদেশ নিয়ে একটি নাটক পরিবেশন করবে প্রাচ্যনাট, বেলা তিনটায়। এরপর পাঠকের মুখোমুখি হবেন প্রথম আলোর সম্পাদক ও বিভাগীয় সম্পাদকেরা। কৌতূহলী পাঠকদের প্রশ্নের জবাব মিলবে খোলামেলা কথাবার্তায়। সাড়ে চারটা থেকে আবার গানের পালা। এ পর্বে উৎসবে অংশগ্রহণকারীদের দেশের বিশিষ্ট শিল্পীরা গেয়ে শোনাবেন জনপ্রিয় গান। চলবে সন্ধ্যা পর্যন্ত। উৎসব উপলক্ষে একাডেমির চত্বর সাজানো হবে বর্ণাঢ্য সজ্জায়। মূল মঞ্চ ছাড়াও চত্বরজুড়ে থাকবে বেশ কিছু সুদৃশ্য স্টল। এসব স্টলের মধ্যে নকশার স্টলে থাকবে বিউটি টিপস, মেহেদি পরানো, রান্নার টিপস। এই স্টলের বিশেষ আকর্ষণ থাকবে নকশার মডেল হওয়ার সুযোগ। প্রথমা প্রকাশনের স্টলে শতকরা ২৫ থেকে ৬০ ভাগ কমিশনে পাওয়া যাবে বিভিন্ন বই ও সাময়িকী। অধুনা ও ছুটির দিনের স্টলে কুইজ, পরামর্শসহ থাকবে নানা কিছু। রস+আলো, স্বপ্ন নিয়ে, গোল্লাছুট, আনন্দ-বিনোদনের স্টলে থাকবে তারকাদের অটোগ্রাফ নেওয়ার সুযোগ, আড্ডা, সেলফি, পাপেট, বায়োস্কোপসহ মজার মজার আয়োজন। এ ছাড়া বর্ধমান হাউসের পশ্চিম পাশে থাকবে কিডস কর্নার, অ্যাডভেঞ্চার ও সেলফি জোন। আরও থাকবে প্রথম আলোর ১৬ বছরে নির্মিত প্রামাণ্যচিত্র, অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রদর্শনী। থাকছে খাবারের ব্যবস্থা আর পুকুরের পাশে ফুডজোন। উৎসবের দ্বার সকাল-সন্ধ্যা সবার জন্যই উন্মুক্ত। ষোলো আনা আনন্দে ভাসতে চাইলে যে কেউ চলে আসতে পারেন।

No comments:

Post a Comment