বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির কাছে টেলিফোনের বকেয়া বিল বাবদ দুই কোটি ৭০ লাখ ৭২ হাজার তিন টাকা পাওনা রয়েছে। এসব অনাদায়ী পাওনা বিল অনধিক ৩০ দিনের মধ্যে আদায়, অন্যথায় বকেয়া বিল অনাদায়ে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তির টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রয়োজনে গণদাবি আইন-১৯১৩ প্রয়োগ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সু
পারিশ করা হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে কমিটির সদস্য মো: আব্দুস শহীদ, মোহাম্মদ আমান উল্লাহ, আ ফ ম রুহুল হক, মো: আফসারুল আমীন, মো: শামসুল হক টুকু, এ কে এম মাঈদুল ইসলাম, মো: রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশ নেন। এ ছাড়া বৈঠকে সিঅ্যান্ডএজি মাসুদ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে আয়কর কর্তন না করায় সরকারের ১৬ লাখ ৩৩ হাজার ১৫৬ টাকা রাজস্ব তি এবং বৈদেশিক মালামাল ছাড়করণের েেত্র অগ্রিম প্রদত্ত সিডি ভ্যাটের উদ্বৃত্ত ছয় কোটি দুই লাখ ৮১ হাজার ৯০৮ টাকা ফেরত না আনায় আর্থিক তি হয়েছে। এ বিষয়ে অডিট আপত্তির পরিপ্রেেিত কমিটি অনধিক সাত দিনের মধ্যে অনাদায়ী টাকা আদায়, আদায়কৃত টাকার প্রমাণিক অডিট অফিসে উপস্থাপনপূর্বক বাস্তব যাচাই-বাছাই করে অডিট অফিসের সন্তুষ্টি সাপেে বিষয় দু’টি নিষ্পত্তির সুপারিশ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিল থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় না করায় ১০ লাখ ৯৩ হাজার ৮৮ টাকা রাজস্ব তি হয় বলে বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেেিত কমিটি অনধিক ৩০ দিনের মধ্যে টাকা আদায়পূর্বক অগ্রগতি অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করারও সুপারিশ করেছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের ইনসেনটিভ বোনাস বাবদ দুই কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৯৫৬ টাকা পরিশোধ করার উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেেিত কমিটি গঠিত কোম্পানির সঙ্ঘ স্মারকের আইনের আলোকে বোর্ডসভার অনুমোদন নিয়ে ইনসেনটিভ দেয়ার কাজটি সঠিক হয়েছে বলে মনে করে। ফলে অডিট আপত্তিটি যথাযথ নয়। তবে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত সারকুলারে সরকারি কোম্পানির টাকা ব্যয়ের আগে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি গ্রহণের বিষয়টিকে কোম্পানি গঠনের ল্য পূরণের েেত্র ব্যত্যয় হিসেবে আখ্যায়িত করে এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে কমিটির অভিমত জানানোর সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২০০৮-০৯ ও ২০০৭-০৮ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৮-০৯ অর্থবছরে প্রদত্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা শেষে এসব সুপারিশ করা হয়।
No comments:
Post a Comment