Wednesday, November 12, 2014

চাকরি খাবে রোবট:প্রথম অালো

আগামী ২০ বছরে যুক্তরাজ্যের প্রায় ৩৫ শতাংশ চাকরি চলে যাবে যন্ত্রমানব রোবটের দখলে। দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান ডেলোইটের একদল গবেষক দিয়েছেন এই পূর্বাভাস। তাঁরা মনে করেন, চাকরি হারানোর ফলে অদক্ষ লোকজনের সমন্বয়ে নতুন একটি ‘নিম্ন-শ্রেণি’ আবির্ভূত হতে পারে। বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে দাপ্তরিক ও প্রশাসনিক সহকারী, বিক্রয় ও সেবা, পরিবহন, নির্মাণ ও নিষ্কাশন, উৎপাদন প্রভৃতি
ক্ষেত্রের চাকরি। গার্ডিয়ান

No comments:

Post a Comment