Monday, December 22, 2014

মৃত্যুর ৩ মাস পর সন্তানের জন্ম:নয়াদিগন্ত

হাসপাতালে একটি সুস্থ-সবল শিশুর জন্মগ্রহণ করাটা নিতান্তই সাধারণ ঘটনা। কিন্তু সেই শিশুর মা যদি তিন মাস আগেই মারা গিয়ে থাকেন তাহলে? হ্যাঁ, এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে ইতালির মিলানে। ঠিক কী ঘটেছে?   ব্রেন হ্যামারেজ নিয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৬ বছরের এক নারী। তবে দিন কয়েকের মধ্যে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু ওই নারী তত দিনে ছয় মাসের গর্ভবতী। ব্রেন তিগ্রস্ত হলেও তার বাকি অঙ্গ-প
্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। ফলে ডাক্তারেরা সেই নারীকে লাইফ সাপোর্টে প্রায় তিন মাস বাঁচিয়ে রেখেছিলেন। গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের পর প্রায় দুই কিলো ওজনের শিশুটি জন্ম নেয়।   হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘এটা আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু ওই নারীর পরিবারের জন্য আমরা খুবই দুঃখিত।’ এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাকাতের গুলিতে মারা যান ট্রিশা মার্শাল। তখন তিনি ১৭ সপ্তাহ গর্ভবতী ছিলেন। সে সময়ও লাইফ সাপোর্টের সাহায্যে সন্তানটিকে বাঁচিয়ে রাখেন চিকিৎসকেরা। ইন্টারনেট।

No comments:

Post a Comment