Tuesday, December 2, 2014

পথচারীরা সচেতন হলো কতটুকু?:নয়াদিগন্ত

সচেতনতা সৃষ্টিতে পুলিশের উদ্যোগের কমতি ছিল না মোটেও। রাস্তায় মোবাইল কোর্ট বসিয়ে জেল-জরিমানাও করা হয়েছে আইন অমান্যকারীদের। কিন্তু রাস্তা পারাপারকারীরা কতটুকু সচেতন হলো তাই নিয়ে প্রশ্ন। গতকালও দেখা গেছে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে ব্যস্ততম রাস্তা পার হচ্ছে পথচারীরা। আজ থেকে আর মোবাইল কোর্ট বসবে না। পুলিশ বলেছে, তারা এখন পরিস্থিতি দেখতে চায়। পরে প্রয়োজন হলে আবারো মোবাইল কোর্ট বসিয়ে মানু
ষকে সচেতন করার চেষ্টা করা হবে।   গত এক সপ্তাহে রাজধানীতে যত্রতত্র রাস্তা পারাপারের অভিযোগে ৯৪০ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে পুলিশকে কামড়ে দেয়ার জন্য এক মহিলাকে এক মাসের জেল এবং বাকিদের বিভিন্ন অর্থ দণ্ড দেয়া হয়েছে। জরিমানার পরিমাণ এক লাখ সাত হাজার ১৯০ টাকা।   রাজধানীতে যত্রতত্র রাস্তা পার না হয়ে নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের জন্য পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৫ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পুলিশ বিভিন্ন স্থানে তাদের প্রচার চালায়। নির্ধারিত স্থানগুলোতে পুলিশের পক্ষ থেকে লিফলেট, সাইনবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। ২৫ নভেম্বর থেকে শুরু হয় অভিযান। গত এক সপ্তাহে বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত দু’টি মোবাইল কোর্ট যত্রতত্র রাস্তা পারাপারের দায়ে পথচারীদের আটক করে জরিমানা করে। এর মধ্যে গত ২৭ নভেম্বর সোনারগাঁও ক্রসিংয়ে তানিয়া নামের এক মহিলা আইন অমান্য করায় তাকে আটক করতে গেলে তিনি কনস্টেবলকে কামড়ে দেন। পরে ওই মহিলাকে এক মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্র জানায়, একমাত্র এই পথচারীকেই জেল দেয়া হয়েছে।   মোবাইল কোর্ট সফলভাবে পরিচালনায় সহায়তা করার জন্য সব পথচারী, সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সমগ্র ঢাকাবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশ জানায়, মোবাইল কোর্টের উদ্দেশ্য ছিল যত্রতত্র রাস্তা পারাপার না হওয়ার জন্য জনসচেতনতা সৃষ্টি করা। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস ব্যবহারে পথচারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।   সংশ্লিষ্ট সূত্র জানায়, যত্রতত্র রাস্তা পারাপারের জন্য রাজধানীতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে হতাহত হচ্ছে অনেকেই। রাস্তা পার হতে গিয়ে অনেক সময় দেখা যায় কোথাও কোথাও যানজট লেগে যায়। রাস্তায় গাড়ির গতি কমে যায়। পুলিশ জানায়, মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হয়ে থাকে।   এ দিকে পুলিশ অভিযান চালালেও গতকালও দেখা গেছে মানুষ ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে ফার্মগেট এলাকায় দেখা যায় এভাবে অসংখ্য মানুষ রাস্তা পার হচ্ছে। পাশেই ওভার ব্রিজ কিন্তু তা ব্যবহার করছেন না অনেকেই। মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেছেন, প্রয়োজনে আবারো তারা অভিযান চালাবেন। তবে এখন মানুষ অনেকটা সচেতন হয়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন।

No comments:

Post a Comment