ইমরান খান (৬২) আবার বিয়ে করেছেন! কনে রেহাম খান (৪১), টিভি উপস্থাপিকা। একসময় বিবিসিতে আবহাওয়ার খবর পড়তেন। বর্তমানে পাকিস্তানি একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত। রেহাম তিন সন্তানের মা। ইমরানের মতো বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁরও। গত রোববার দুজনে গোপনে বিয়ে করেন। তবে এ বিষয়ে তাঁরা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ইমরানের বিয়ের এ খবরটা চমকের সৃষ্টি করলেও দুজনের সম্পর্ক নাকি অনেক দিনের। ইমরানের আগের স্ত্র
ী জেমিমা খান গত অক্টোবরে জানিয়েছিলেন, ইমরান আবার বিয়ে করতে যাচ্ছেন। এনডিটিভি
No comments:
Post a Comment