Wednesday, January 14, 2015

লাইভ অনুষ্ঠানে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর:নয়াদিগন্ত

দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে লাইভ অনুষ্ঠানে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। অতিথি বন্যা নিজেই। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা এবং প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।   প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক সেটাই আমি চাইবো। যুগ যুগ ধরে তোমার এই সুরেলাকণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরো জাগ্রত করুক। তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও। আমার দোয়া সব সময় থাকবে।’   এ সময় প্রধানমন্ত্রী নিজে শুভেচ্ছা জানানোর পর তার ছোটবোন শেখ রেহানাকে ফোন দেন। শেখ রেহানাও কথা বলেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শেখ রেহানা ও বন্যা ধানমন্ডির একই স্কুলে পড়াশোনা করেছেন।

No comments:

Post a Comment