আজ থেকে আরো শীত পড়বে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কার্যকর থাকায় মাঝখানে বেশ ক’দিনের উষ্ণতার পর গত সোমবার রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকাল থেকেই বেশ ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। খোলা প্রান্তরে বাতাসের ঝাপটা ছিল আরো তীব্র। সকাল থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরো কমে যায় নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায়। গতকাল সন্ধ্যার পর থেকে যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহ
ী, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে গত রাতের তাপমাত্রা কমে যায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আজ বুধবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়ার সামান্য হেরফের হওয়ার কারণে। আজ সারা দিনই আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সাথে গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আবহাওয়ার এ অবস্থা আগামী পাঁচ দিন বিরাজ করতে পারে। গতকাল রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে সর্বনি¤œ তাপমাত্রা অন্যান্য বিভাগের চেয়ে বেশ কম ছিল। এ ছাড়া রাজধানী ঢাকা ছাড়া এ বিভাগের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা অনেক। এ দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
No comments:
Post a Comment