নতুন জীবনের সূচনা সেই সাথে নতুন ক্যারিয়ারেও। হ্যাঁ লাক্স তারকা বিন্দু বিয়ের পিঁড়িতে বসার সাথে সাথে মিডিয়ার মায়াময় জগৎকে বিদায় জানাতে যাচ্ছেন। নিজেই এমন তথ্য জানিয়ে বলেছেন, তিনি আর শুটিংয়ে অংশ নেবেন না। বিয়ের পর সংসারি হতে চান। গত রাতেই আকদ হলো মডেল অভিনেত্রী ও লাক্স তারকা বিন্দুর। জমকালো আয়োজনে তৈরী পোশাক কারখানার মালিকের সাথে জীবনের নতুন দিন আরম্ভের আনুষ্ঠানিকতা শুরু হয় তার। রেডিসন ব্লু ওয়াটার গা
র্ডেন হোটেলে রাতের এ আয়োজন আলোকিত করেন বিন্দু ও স্বামী মালিকের পরিবারের সদস্য ও শুভার্থীরা। লাক্স সুপারস্টার ২০০৬ সালের প্রথম রানারআপ ছিলেন আফসান আরা বিন্দু। একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আকদ সম্পন্ন হয়। বর আসিফ সালাহউদ্দিন মালিক। আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার তিনি। আপাতত আকদ অনুষ্ঠান সম্পন্ন হলেও শিগগিরই সুবিধাজনক একটি সময়ে বিন্দু তার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান। বিন্দুর অনুভূতি, বলতে পারেন একটা ঘোরের মধ্যে আছি। একেবারে পারিবারিকভাবে আমাদের বিয়ের কাজটি হলো। আসিফের পরিবারের সবাই আমাকে তাদের পরিবারের একজন মনে করেন। এমন একটি পরিবার পাওয়া যেকোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি অনেক বেশি আনন্দিত। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ৯ মাসের মতো শুটিং থেকে নিজেকে বিরত রেখেছেন বিন্দু। এ সময়টাতে যে নাটকগুলো প্রচারিত হয়েছে এসবের শুটিং অনেক আগে করা বলে জানান তিনি। বিন্দু ভক্তদের জন্য খবর, এখন থেকে শোবিজে আর কোনো ধরনের কাজে অংশ নেবেন না তিনি। এ সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও নিশ্চিত করেন বিন্দু। কোনো ধরনের শুটিং না করার ব্যাপারটি একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে বিন্দু বললেন, আমার পে আসলে একসাথে দু’টি বিষয় চালিয়ে নেয়া সম্ভব না। এখন থেকে নিজেকে পুরোপুরিভাবে পরিবারের কাজে নিয়োজিত করতে চাই। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ আফসান আরা বিন্দু নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে দারুচিনি দ্বীপ, জাগো, পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ ও এই তো প্রেম। প্রথম তিনটি ছবি মুক্তি পেলেও শেষেরটি মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
No comments:
Post a Comment