Thursday, November 13, 2014

ড. কামালের নেতৃত্বে নতুন জোটের কর্মসূচি জানুয়ারিতে:নয়াদিগন্ত

জাতীয় ঐক্যের ডাককে শক্তিশালীর পাশাপাশি জনগণের কাছাকাছি নিতে নভেম্বর ও ডিসেম্বর জুড়ে সাংগঠনিক সফরে নামবে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট। আর এসব শেষ করে রাজধানীসহ সারা দেশে নতুন মোর্চার উদ্যোগে রাজপথে বড় ধরনের আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে জানুয়ারিতে।  এসব তথ্য জানা গেছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত কয়েকজনের সাথে কথা বলে। খোঁজ নিয়ে জানা গেছে, ড
. কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোটের ঐক্যের ডাকের সাথে বর্তমানে সম্পৃক্তরা নভেম্বর ও ডিসেম্বর জুড়ে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময়সহ সভা সমাবেশ ও কর্মিসভা করবে। রাজধানীসহ সারা দেশের জেলা শহরগুলোতে এসব শেষে জানুয়ারিতে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। আর এতে সম্পৃক্ত করা হবে দেশের রাজনীতিবিদ, পেশাজীবীসহ বিশিষ্টজনদের। এসব কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে সারা দেশের বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করা হয়েছে। গত ২৩ অক্টোবর ড. কামাল হোসেন তার বেইলী রোডের বাসভবনে বিভিন্ন পত্রপত্রিকার সিনিয়র সাংবাদিকের সাথে করণীয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।  একই উদ্দেশ্য নিয়ে আগামী দেড় মাসে রাজধানীর আশপাশ বিভিন্ন এলাকায় পথসভা-সমাবেশ করা হবে। সুস্থ ধারার রাজনীতি এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারা সুপ্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ধারায় দেশ পরিচালনার ল্েয জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বানের পাশাপাশি নতুন জোটের ডাকে দেয়া কর্মসূচিতে সম্পৃক্ত হতে বলা হবে পথসভা- সমাবেশ থেকে।  পথসভা-সমাবেশ কর্মসূচিতে নতুন জোটের পক্ষ থেকে তাদের তৈরি ১১ দফা খসড়ার ব্যাপারে জনগণের সম্মতি নেয়া হবে। বর্তমান সংবিধান সংশোধন করে যুগোপযোগী করার ব্যাপারে জনমত তৈরিসহ সরকার গঠন কাঠামো ও প্রতিনিধিত্ব পদ্ধতির পরিবর্তন, পঞ্চদশ ও যোড়শ সংশোধনী, জাতীয় সম্প্রচারনীতিমালা ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল, ুদ্র জাতিসত্তাগুলোর সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত না থাকা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতপূর্বক পুনর্গঠন ও শক্তিশালী করে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত করতে সংবিধানের সংশোধনের জন্য একটি কমিটি গঠন করার ব্যাপারে জনমত তৈরি করা হবে।  জানা গেছে, নতুন এই জোটের খসড়াটি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শ্রেণী, পেশার মানুষের কাছে সভা-সমাবেশে করে তুলে ধরা হবে। এসব শেষ করে নতুন জোটের পক্ষ থেকেও রাজধানীতে বড় আন্দোলনের ডাক দেয়া হবে। সেভাবেই কাজ ও গণসংযোগ হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় এ জন্য পুরো নভেম্বর ও ডিসেম্বর পথ-সভাসহ বিভিন্ন কর্মসূচি দেযা হবে, যেন জানুয়ারিতে একটি গ্রহণযোগ্য সফল আন্দোলন করা সম্ভব হয়।

No comments:

Post a Comment