Wednesday, July 16, 2014

ইসরাইলি হামলায় নিহতের ৮০ শতাংশ বেসামরিক লোক : জাতিসঙ্ঘ:নয়াদিগন্ত

জাতিসঙ্ঘ বলেছে, গাজায় ইসরাইলে বিমান হামলায় নিহত ১৯০ জনের মধ্যে শতকরা প্রায় ৮০ ভাগ বেসামরিক লোকজন। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে এবং ১৩৬০ জনের বেশির ভাগই শিশু। ফিলিস্তিনি পরিবারবর্গের ওপর হামলার ভয়াবহ চিত্র প্রকাশিত হয়েছে তাতে জাতিসঙ্ঘ রিপোর্টে ‘এ হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯০-এ দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলব
ার মিসরের প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরাইল মেনে নিলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে।  জাতিসঙ্ঘের মানবিক বিষয় সমন্বয়কবিষয়ক দফতরের (ওচা) হিসেবে দেখা গেছে যে, গত ৭ জুলাই ইসরাইল হামলা শুরুর পর থেকে হতাহতদের ৭৭ শতাংশই অসামরিক লোক। রিপোর্টটি প্রণয়নের সময় নিহত ১৩৮ জনের মধ্যে ৩৬ জনই ছিল শিশু। ওই সময় আহত হয় ১৩৬১ জন। তাদের মধ্যে ৩৯০ জন শিশু ও ২৫০ জন নারী।  ইসরাইল হামাস নেতাদের বাড়িঘর এবং মসজিদসহ কথিত অস্ত্রমজুদ ভবন এবং হামাস যোদ্ধাদের বৈঠকের জায়গাগুলোতে বিমান হামলা চালিয়েছে। জাতিসঙ্ঘ বলেছে, সামরিক কাজে ব্যবহৃত হয় না এমন অসামরিক বাড়িঘরে হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে ইসরাইল বারবার দাবি করছে, এসব ভবনে হামলা ছিল তাদের বৈধ লক্ষ্যবস্ত। জাতিসঙ্ঘ আরো বলেছে, ‘বেসামরিক কাছে ব্যবহৃত সাধারণ ভবনগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে সন্দেহ করে সেগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে না।’ ইসরাইলের কয়েক দিনের বর্বর হামলায় এ পর্যন্ত ১২৫০টিরও বেশি বাড়িঘর ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ লাখেরও বেশি মানুষ খাবার পানি সরবরাহ বন্ধের ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা ঠিকাদারদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। ইসরাইলের স্থল হামলার হুমকির পর হাজার হাজার ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলগুলোতে ১৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গত সোমবারের জাতিসঙ্ঘের এ রিপোর্টে ঘনবসতিপূর্ণ এলাকায় হামাসের রকেট নিক্ষেপেরও নিন্দা জানানো হয়েছে। যদিও এসব দুর্বল রকেটে ইসরাইলের কেউ হতাহত হয়নি।

No comments:

Post a Comment