Sunday, July 27, 2014

বিদায়বেলায় কাঁদলেন খালেদা জিয়া-তারেক:নয়াদিগন্ত

সৌদি আরবে আট দিনের সফর শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরেছেন বাংলাদেশে, তারেক রহমান গেছেন লন্ডনে। বিদায়বেলায় মা-ছেলে ছিলেন আবেগাপ্লুত। পরস্পরকে ধরে কেঁদেছেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমানও কেঁদেছেন। গত শুক্রবার মধ্যরাতে বাংলাদেশের উদ্দেশে মক্কার রয়েল প্যালেস ত্যাগ করেন খালেদা জিয়া। ছেলে, বৌ ও নাতিকে নিয়ে গত আট দিন মক্কা-মদিনায় একইসাথে ছিলেন তিনি। এ সময় খাল
েদা জিয়া ছিলেন অনেক ফুরফুরে মেজাজে। নাতনির সাথে প্রতিদিন তিনি সময় কাটিয়েছেন। তারেক রহমানের সাথেও নানা বিষয়ে কথা বলেছেন। বিদায়ের বেলা তাই তিন দফা কেঁদেছেনে খালেদা জিয়া। সাথে কেঁদেছেন অন্যরাও। মক্কার রয়েল প্যালেস, জেদ্দা বিমানবন্দর এবং দুবাইয়ে ছেলে, বৌ ও নাতনি চলে যাওয়ার সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সফরসঙ্গীরা এ সময় তাদের সান্ত্বনা দেন। তারেক রহমান স্ত্রী ও মেয়েসহ দীর্ঘ দিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আগের চেয়ে অনেকটা সুস্থ হলেও বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। খালেদা জিয়ার আরেক ছেলে আরাফাত রহমান কোকোও রয়েছেন দেশের বাইরে। খালেদা জিয়া তাই দেশে আপনজন থেকে অনেকটাই বিচ্ছিন্ন। মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় মুনাজাত : আমার দেশের কারাবন্দী ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থতা কামনা করে বাইতুল্লাহ শরিফে (কাবা শরিফ) বিশেষ মুনাজাত করা হয়েছে। শুক্রবার ইফতারের আগে প্রবাসী বাংলাদেশীরা এ মুনাজাতের আয়োজন করেন। কুরআন তেলাওয়াত, দরূদ ও এস্তেগফার শেষে মুনাজাতে বাংলাদেশে অন্যায়ভাবে কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির জন্য আল্লাহর সহায়তা কামনা করা হয়। মুনাজাতে বিশেষ করে বলা হয়, মাহমুদুর রহমানকে বিনাবিচারে আটক রেখেছে সরকার। বিনাচিকিৎসায় তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। তার ওপর জুলুম করা হচ্ছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনা করা হয়। তাদের বিরুদ্ধে সরকারের মিথ্যা মামলা ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আল্লাহর কুদরতি সহায়তা চাওয়া হয় মুনাজাতে। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আরীফবিল্লাহ। মুনাজাতে অংশ নেন সৌদি সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও বিএনপি নেতা আবদুর রহমান, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র নেতা শহীদুল্লাহ ভূঁইয়া, কারী মোহাম্মদ হাকিম, ঢাকা থেকে আগত নয়া দিগন্তের সাংবাদিক মঈন উদ্দিন খান, যায়যায়দিনের হাসান মোল্লা, গবেষক ও সাংবাদিক মাহাবুবুর রহমান, এনটিভির মক্কা প্রতিনিধি নাসির চৌধুরী, এসএ টিভির বাহার উদ্দীন বকুল, নয়া দিগন্ত পত্রিকার শামীম আহমেদ, মক্কা বিএনপির নেতা আবদুস সালাম, মোস্তফা কামাল, জেদ্দা বিএনপির নেতা মোজাম্মেল হোসেন রিপন, যুবদল নেতা মুরাদ চৌধুরী, তায়েফ বিএনপির নেতা শাহ আবদুল্লাহ তপন প্রমুখ।

No comments:

Post a Comment