Tuesday, August 5, 2014

আজ ঢাকা মহানগর কমিটির সাথে বৈঠক করবেন খালেদা জিয়া:নয়াদিগন্ত

নবগঠিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাথে আজ প্রথমবারের মতো বৈঠক করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এ বৈঠক হবে।  বৈঠকে আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে খালেদা জিয়া মহানগর নেতাদের সাংগঠনিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে গত ১৮ জুল
াই ৫৩ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ সমস্যা তৈরি হয়েছে। আজকের বৈঠকে এই সঙ্কট নিরসনের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে। মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম বলেছেন, আন্দোলনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকা মহানগর বিএনপির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সাংগঠনিক নির্দেশনা দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

No comments:

Post a Comment