Sunday, August 31, 2014

মৃত্যুদণ্ডের পরিবর্তে:প্রথম অালো

মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদির মৃত্যুদণ্ডাদেশ রহিত করে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। ২০১৩ সালে গিজায় এক সহিংসতায় নয়জন নিহত ও ২১ জন আহত হয়। ওই ঘটনার দায়ে বাদিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। তবে অপর এক ঘটনায় এখনো তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল আছে। গিজার অপরাধ আদালত বলেছেন, সে দেশের সর্বোচ্চ মুফতির সঙ্গে আলোচনা করে বাদিসহ আটজনের মৃত্যুদণ্ডাদেশ রহিত করা হয়েছে। বিবিসি

No comments:

Post a Comment