কারও সমালোচনা করে বলেন, বিশ্ব সংস্থা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ইরানের পার্লামেন্টের চার সদস্যের একটি নারী প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাতেমা রাহবার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। যেসব সংগঠন প্রতিনিয়ত মানবাধিকারের বুলি আওড়ায় শেখ হাসিনা তাদের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে তারা এখন নীরব ভূমিকা পালন করছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইতোমধ্যেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। ইরানি প্রতিনিধিদল গাজা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। বড় দেশগুলো তাদের নীরবতা ভঙ্গ করে এ ব্যাপারে এগিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা গাজা ও মিসরের মধ্যকার রাফা ক্রসিং খুলে দেয়ার ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি সংসদীয় দল ইরান সফর করবে। শেখ হাসিনা ইরানের উন্নয়নে সে দেশের নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা প্রতিটি েেত্র তাদের অবস্থান সংহত করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নারীর মতায়নে তার সরকারের গৃহীত পদেেপর কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং সংসদের স্পিকার সবাই নারী। ইরানি প্রতিনিধিদল বলেন, নারীর উন্নয়ন ও মতায়নে বাংলাদেশের প্রচেষ্টা তারা অনুসরণ করার চেষ্টা করবেন। প্রতিনিধিদলের নেতা প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন। জবাবে প্রধানমন্ত্রী তার শুভেচ্ছাও ইরানের প্রেসিডেন্টকে পৌঁছে দেয়ার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার, প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এবং ঢাকায় ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স রেজা আলাই উপস্থিত ছিলেন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Thursday, August 7, 2014
মুসলিম বিশ্বকে সোচ্চার হতে প্রধানমন্ত্রীর আহ্বান:নয়াদিগন্ত
কারও সমালোচনা করে বলেন, বিশ্ব সংস্থা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ইরানের পার্লামেন্টের চার সদস্যের একটি নারী প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাতেমা রাহবার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। যেসব সংগঠন প্রতিনিয়ত মানবাধিকারের বুলি আওড়ায় শেখ হাসিনা তাদের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে তারা এখন নীরব ভূমিকা পালন করছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইতোমধ্যেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। ইরানি প্রতিনিধিদল গাজা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। বড় দেশগুলো তাদের নীরবতা ভঙ্গ করে এ ব্যাপারে এগিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা গাজা ও মিসরের মধ্যকার রাফা ক্রসিং খুলে দেয়ার ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি সংসদীয় দল ইরান সফর করবে। শেখ হাসিনা ইরানের উন্নয়নে সে দেশের নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা প্রতিটি েেত্র তাদের অবস্থান সংহত করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নারীর মতায়নে তার সরকারের গৃহীত পদেেপর কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং সংসদের স্পিকার সবাই নারী। ইরানি প্রতিনিধিদল বলেন, নারীর উন্নয়ন ও মতায়নে বাংলাদেশের প্রচেষ্টা তারা অনুসরণ করার চেষ্টা করবেন। প্রতিনিধিদলের নেতা প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন। জবাবে প্রধানমন্ত্রী তার শুভেচ্ছাও ইরানের প্রেসিডেন্টকে পৌঁছে দেয়ার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার, প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এবং ঢাকায় ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স রেজা আলাই উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment