রাজধানীর নিউমার্কেট থানা এলাকার কাঁটাবনে ওয়েস্টার্ন কলেজে ও মাল্টিমিডিয়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এমসিইটি) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে এ ঘটনা চলার সময়ে কাঁটাবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই কলেজের শিক্ষার্থীরা জানান, ২৫৫/এ এলিফ্যান্ট রোডের ছয়তলা ভবনে ওয়েস্টার্ন কলেজ অবস্থিত। এই কলেজের পাশের একটি গলিতে এমসিইটি কলেজ। দুই
দিন আগে ওয়েস্টার্ন কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর সাথে ধূমপান নিয়ে এমসিইটি কলেজের শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এমসিইটি কলেজের শিক্ষার্থীরা ওয়েস্টার্ন কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের সামনের চায়ের দোকানে আসতে নিষেধ করেন। গতকাল বেলা ১১টার দিকে ওয়েস্টার্ন কলেজের শিক্ষার্থীরা চায়ের দোকানে এলে এমসিইটি কলেজের শিক্ষার্র্থীরা তাদের ওপর হামলা চালান। শিক্ষার্থীরা ওয়েস্টার্ন কলেজের সামনে এসে ইট ছুড়তে থাকেন। একপর্যায়ে ওয়েস্টার্ন কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেন। এতে উভয়পক্ষের মধ্যে কিছু সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় ওয়েস্টার্ন কলেজ ভবনের সামনে রাখা সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। ওয়েস্টার্ন কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঘটনার সময় সামনে পুলিশ দাঁড়িয়ে থাকলেও এমসিইটি কলেজের শিক্ষার্থীদের এ হামলার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। প্রায় এক ঘণ্টা পর দুই কলেজের শিক্ষকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, বিষয়টি দুই কলেজের মধ্যে বলে পুলিশ কোনো মধ্যস্থতা করেনি। ঘটনার ব্যাপারে দুই কলেজের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি।
No comments:
Post a Comment