বৈশ্বিক ভাবনার সাথে তাল মিলিয়ে নারী এবং পুরুষের সমন্বয়েই আগামীতে তৈরি হবে সুখী, সমৃদ্ধশালী গণতান্ত্রিক এক বাংলাদেশ। সে লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যা নতুন এক আশাবাদের সঞ্চার করেছে। শিক্ষা, প্রজনন, স্বাস্থ্য, নারী অধিকার সব দিক দিয়েই বাংলাদেশের সফল অগ্রগামিতা প্রশংসনীয়। বাংলাদেশের এই যাত্রায় বৈদেশিক সহযোগিতা আরো অব্যাহত থাকবে। গতকাল বুধবার রাজধানীর নায়েম মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘
ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভাল ২০১৪’-এর উদ্বোধক ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ আইওরি কাতো এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমেরিকান সেন্টারের পরিচালক আন ম্যাককলান, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ। ইউএনএফপি এ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ আইওরি কাতো বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের মধ্যে অসম্ভব সৃজনশীলতা রয়েছে। ইউএনএফপিএ বিতর্ক চর্চার সহযোগী হয়ে তরুণ-তরুণীদের সৃজনশীলতাকে আরো এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ভবিষ্যতে এই মেধাবী বিতার্কিকরা ইউএনএফপিএর মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রদানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের অধিষ্ঠিত করবেন। আমেরিকান সেন্টারের পরিচালক আন ম্যাককলান বলেন, আগামীতে বাংলাদেশের তরুণ-তরুণীরা যাতে আমেরিকাসহ আরো উন্নত দেশে লেখাপড়া করার সুযোগ লাভ করে সে লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তিনি আরো বলেন, মাত্র পাঁচ দিন আগে ঢাকায় এসে ডিবেট ফর ডেমোক্র্যাসির এই আয়োজন দেখে মুগ্ধ হয়েছি। এ ধরনের বিতর্ক চর্চা দেশের গণতন্ত্রকে আরো বেশি সুসংহত করবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইউএনএফপিএ বিশে^র কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে উঠা, স্বাস্থ্য উন্নয়ন এবং নারী অধিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছে। এই উৎসবে মোট আটটি কলেজ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ক্যামব্রিয়ান কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সাউথ পয়েন্ট কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ। উদ্বোধনী দিনে ‘নারী শিক্ষা ও কর্মসংস্থানই পারে নারী নির্যাতন বন্ধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ভিকারুন নিসা নূন কলেজ ক্যামব্রিয়ান কলেজকে পরাজিত করে বিজয়ী হয়। ভিকারন নিসা নূন কলেজের বক্তারা হলেনÑ মাহিয়া সুলতানা, ফারহা নাজ ফারহীন, মালিহা দিল নৌশিন, ক্যামব্রিয়ান কলেজের বক্তারা হলেনÑ মঞ্জুরুল ইসলাম শুভ্র, মীর্জা জসফিক আরেফিন ও এ এ এম ইসমাইল ইমন। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment