শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) মাইনা কিয়াই দুই দিনের সফরে গতকাল ঢাকা এসেছেন। অনানুষ্ঠানিক এ সফরের প্রথম দিনে গতকাল মাইনা কিয়াই বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন ‘অধিকার’ আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দেন। অধিকার অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় মানবাধিকার নিয়ে কাজ করে এমন বেশ কয়েকজন সাংবাদিক, মানবাধিকার কর্মী, এনজিওকর্মী, ভুক্তভোগী এবং অধিকারের কর্মকর্তারা
যোগ দেন। এ সময় তারা বাংলাদেশে সভাসমাবেশর আয়োজনের ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ এবং বিরাজমান প্রতিকূল পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন। মাইনা কিয়াই বলেন, তিনি বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য দুই দিনের অনানুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছেন। বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় শেষে আজ তিনি তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন এবং জাতিসঙ্ঘের প্রতিবেদন পেশ করবেন। আদিলুর রহমান খান অধিকারের ওপর সরকারের হয়রানি তুলে ধরে বলেন, অধিকার বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে। গত এপ্রিল থেকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। তাদের জন্য ফান্ড আসছে কিন্তু সরকার সে ফান্ড আটকে রেখেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, তেল-গ্যাস বিদ্যুৎ, বন্দর ও খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির পক্ষে সাইফুল হক, আলজাজিরা টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি তানভীর চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ইলিয়াস খান, অ্যাডভোকেট রুহুল আমিন, সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের উপনির্বাহী পরিচালক মুজিবুর রহমান মঞ্জু, অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান, অধিকার পরিচালক নাসিরউদ্দিন এলান, দৈনিক মানবজমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষ, উবিনীগের পক্ষে মুস্তাইন জহির, দৈনিক নিউএজ পত্রিকার সাংবাদিক মুক্তাদির রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের পক্ষে শানজিদা আক্তার তুলি উপস্থিত ছিলেন। তার বড় ভাই সাজেদুল ইসলাম সুমন গত দশ মাস ধরে নিখোঁজ। অনুষ্ঠান পরিচালনা করেন অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য ড. সায়রা রহমান খান।
No comments:
Post a Comment