Saturday, September 13, 2014

আন্দোলনের ভয়ে হরতাল বন্ধের ষড়যন্ত্র : নোমান:নয়াদিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার গণ-আন্দোলনকে ভয় পায়। এ জন্য তারা আইন করে হরতাল বন্ধের ষড়যন্ত্র করছে, যা পৃথিবীর কোনো দেশে নেই। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জেল-জুলুম দিয়ে বেগম খালেদা জিয়ার আন্দোলনকে থামানো যাবে না। সরকারের পতন হবেই।  গতকাল জাতীয় প্রেস কাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সি
নিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলে ঢাকা জেলা মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, মহিলা দলের ঢাকা জেলা সভাপতি সাবিনা ইয়াসমিন।  আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, দেশে দুঃশাসন চলছে। সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।  নোমান অভিযোগ করেন, পঞ্চদশ সংশোধনীর ধারাবাহিকতায় ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে সরকার ন্যূনতম মানবাধিকারও লঙ্ঘনের অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় সম্প্রচার নীতিমালা, সংবিধানের ষোড়শ সংশোধনীই প্রমাণ করছে সরকার বাকশাল কায়েম করতে চায় মন্তব্য করে তিনি বলেন, তবে জনগণের ঐকবদ্ধ শক্তির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তুলে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে এ সরকারের পতন ঘটানো হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, আজ বিএনপি নয়, দেশ কঠিন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের পর থেকে বছরের ৩৬৫ দিনই দেশের মানুষ কেঁদে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে প্রশ্নপত্র ফাঁসের ব্যবসায় হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিার পরিবেশ নেই। সভায় আরো বক্তব্য রাখেন, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

No comments:

Post a Comment