Thursday, September 18, 2014

সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে মামলা হয়নি : দুদক সচিব:নয়াদিগন্ত

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় আইনে সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত না থাকায় মামলা হয়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো: মাকসুদুল হাসান খান। গতকাল দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদকের প্রতিবেদনে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের ঘটনাটিকে ৪২০ ধারার অপরাধ হিসেবে বলা হয়েছে। এ ধারার অপরাধে দুদক মামলার এখ
তিয়ার রাখলেও দুদক এ আইনি পদপে কেন নেয়নি এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছে। কমিশন যেটা ভালো মনে করেছে, সে সিদ্ধান্তই নিয়েছে। আমি সচিব, কমিশনের পার্ট নই। এ বিষয়ে কমিশন কোনো চাপে নেই মন্তব্য করে বলেন, যদি চাপে থাকত, তাহলে মন্ত্রী-এমপি-সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো না। পদ্মা সেতু দুর্নীতিতে আসামিদের অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে অভিযোগের কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি বর্তমান ও সাবেক তিন এমপি-মন্ত্রী বদি-মান্নান-মাহবুবুরকে গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। মামলার পরপর আসামিদের গ্রেফতারের উদাহরণ থাকলেও ওই তিন এমপি-মন্ত্রীকে কেন গ্রেফতার করা হলো না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের জন্য গিয়ে তাদের পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্ট মাসে যাচাই-বাছাই করে ৫১টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ১৪টি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে/বিভাগে পাঠানো হয়েছে। এ ছাড়া জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত যাচাই-বাছাই করে ৬৯১টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ১৪৬টি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে/বিভাগে পাঠানো হয়েছে। আগস্ট মাসে কমিশন ১৮টি মামলা ও ১৭টি চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। আর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে ১৯৩টি মামলা, ৩৩৮টি চার্জশিট দাখিল ও ৩০৪টি চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। ১০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে আগস্ট মাসে। এর মধ্যে দু’টিতে সাজা ও আটটি মামলায় আসামিরা খালাস পেয়েছেন।

No comments:

Post a Comment