Sunday, September 28, 2014

প্রতারণার শিকার ২৫০ জনের হজে যাওয়া অনিশ্চিত:নয়াদিগন্ত

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবার প্রায় আড়াই ’শ হজযাত্রী আটকা পড়েছেন। ভিসা টিকিটের জন্য  তারা অপেক্ষার প্রহর গুনছেন। এদের মধ্যে দুয়েকটির এজেন্সির লোক জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কেউ কেউ হজযাত্রীরা পর্যাপ্ত টাকা দেননি অভিযোগ দাঁড় করিয়ে পাঠাতে অপারগতা প্রকাশ করছেন। অধিকাংশ হজযাত্রীই কোনো না কোনোভাবে গ্রুপ লিডারের প্রতারণার শিকার হয়ে এই অসহায় অবস্থায় পাড়েছেন। এসব যাত্রীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান
্ত নিতে পারেনি হজ অফিস এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (হাব)। তবে সৌদি আরবে অবস্থান করে বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্য মতিউর রহমান এসব আটকেপড়া হজযাত্রীদের বিষয়ে  খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন বলে আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে। জানতে চাইলে হজ ক্যাম্পের এক কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে জানান,  মন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আটকে পড়াদের মধ্যে যাদের পাসপোর্টে ভিসা করা আছে তাদেরকে  যেভাবেই হোক বিমানের টিকিট কেটে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আর যাদের ভিসা নেই তাদের বিষয়ে  কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। এ দিকে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস এ বছরের জন্য বাংলাদেশী হজযাত্রীদের জন্য হজের ভিসা বন্ধ করে দিয়েছে। এ বছর আর কোনো নতুন হজযাত্রীর ভিসা করার সুযোগ নেই। গত বছর এভাবে প্রতারণার শিকার ১৩২ জন হজযাত্রীকে সরকার এ বছর হজে পাঠিয়েছে। কিন্তুএবার যাদের ভিসাই হয়নি তাদের কী করা হবে তা কেউ বলতে পারছেন না। জানা গেছে, রাজশাহীর চারঘাট এলাকার ৪৫ জন হজযাত্রী গত ছয় দিন ধরে ঢাকার আশকোনা হজ ক্যাম্পের পাশের সেতু হোটেলে অবস্থান করছেন। তাদেরকে হোটেলে রেখে বেসরকারি এজেন্সির লোকজন পালিয়ে গেছে। তারাও এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সামা ট্রাভেলসের প্রতারণার শিকার ১১৯ জনের মধ্যে ৩০ হাজার টাকা অতিরিক্ত নিয়ে গতকাল ৪০ জনের মতো হজযাত্রীকে সৌদি আরব পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরো কয়েকটি এজেন্সির বেশ কিছু হজযাত্রী প্রতারণার শিকার হয়ে হজ ক্যাম্পে অবস্থান করছেন। ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ উর্ধŸতন কর্মকর্তা এখন সৌদি আরবে অবস্থান করছেন। তাই তাৎণিক কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আশকোনা হজ ক্যাম্পের কর্মকর্তারা। জান গেছে, আটকেপড়া হজযাত্রীদের একটি তালিকা তৈরি করে সৌদি আরবে পাঠানো হবে।

No comments:

Post a Comment