প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউ ইয়র্কে অবস্থানরত দুই সরকার প্রধান গতকাল শনিবার এই বৈঠকে মিলিত হন। বিডিনিউজ। নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেরও প্রশংসা করেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু, আর তার কন্যা বাংলা
দেশকে রা করেছেন।’ এ দিকে বাংলা নিউজ জানায়, নরেন্দ্র মোদির নিউ ইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিট দুই নেতা কথা বলেন। অত্যন্ত আন্তরিকতায় শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। আলোচনায় সন্ত্রাস মোকাবেলায় দুই নেতা একসাথে কাজ করার জন্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকের পরপরই প্যালেস হোটেলে ভারতের মিডিয়াগুলোর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে ব্যবহার করার সুযোগ দেয়া হবে না। পরে হাসিনা-মোদির বৈঠক নিয়ে হোটেল গ্র্যান্ড হায়াতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র সচিব বলেন, অত্যন্ত খুশি মনে দুই নেতা কথা বলেন। আলোচনার পরিবেশ ছিল উষ্ণ, খোলামেলা ও উদারমনা। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মনেই হয়নি এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের ওপর জোর দেন দুই প্রধানমন্ত্রী। তিস্তার পানি বণ্টন ও স্থলসীমান্ত চুক্তি প্রসঙ্গ তোলেন শেখ হাসিনা। জবাবে মোদি বলেন, সমাধানের একটি উপায় খুঁজছি। মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে তিনি বলেন, প্রথম সুযোগেই ঢাকা যাবো। শেখ হাসিনাকেও দিল্লি সফরে যাওয়ার আমন্ত্রণ জানান মোদি। সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করতে দুই নেতা একমত হন।
No comments:
Post a Comment