বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল ও যৌক্তিকপর্যায়ে রয়েছে। গত ঈদুল ফিতরেও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, হলুদ, খেজুর ইত্যাদির সরবরাহ ও মূল্য স্বাভাবিক ছিল। আগামী ঈদুল আজহার সময়ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে। ঈদে গরম
মসলার দাম বৃদ্ধি পাবে না। এ বিষয়ে আমি গণমাধ্যমের সহায়তা চাই। মন্ত্রী গতকাল তার মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল ও যৌক্তিকপর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির সভায় এ কথা বলেন। তোফায়েল বলেন, আগামী ঈদুল আজহার জন্য গরম মসলা বিশেষ করে এলাচি, দারুচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা ইত্যার পর্যাপ্ত মজুদ রয়েছে। মূল্যও বৃদ্ধি পাবে না। শুধু ঈদের সময় নয়, সব সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বর্তমানে ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন এবং সব ধরনের গরম মসলার পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজনীয় মসলা ইতোমধ্যে আমদানি করা হয়েছে। বাজারে এসব পণ্যের সঙ্কট বা মূল্যবৃদ্ধি পাবে না। এ ক্ষেত্রে তিনি প্রচারমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সূত্র জানায়, সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি পণ্যের মজুদ ভালো। কিন্তু ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জরুরিভিত্তিতে মসলা আমদানি করা প্রয়োজন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো: ইকবাল খান চৌধুরী, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. সারোয়ার জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো: আবুল হোসেন মিয়া, আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক মজিবর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মো: ইকবাল, বাংলাদেশ পাইকারি গরম মসলা বিক্রেতার মহাসচিব মো: আতিকুল হক, ঢাকা মহানগর ফল আমদানিকারক ব্যবসায়ী সমিতির মহাসচিব মো: সিরাজুল ইসলাম, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সফি মাহমুদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এম এ কাদের কিরণ এবং মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বারাষ্ট্র মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment