Monday, October 27, 2014

আইটিইউ নির্বাচনে জিততে মরিয়া সরকার:নয়াদিগন্ত

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্বাচনে জয়লাভ করতে মরিয়া হয়ে  পড়েছে সরকার। কোনো নির্বাহী পদ নয়, কেবল কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রচারণা চালাতে বাংলাদেশের দুইজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৫০ সদস্যের প্রতিনিধিদল এখন দক্ষিণ কোরিয়া রয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখন দক্ষিণ কোরিয়ায় আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, টেলিযোগা
যোগ বিভাগসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সব সদস্য, টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ সরকারি ও বেসরকারি খাতের ৫০ সদস্যের প্রতিনিধিদল। দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে আজ আইটিইউর কাউন্সিল পদে নির্বাচনে ভোটাভুটি হবে। এতে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিশিয়া গ্রুপের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতাকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কোরিয়া, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আইটিইউ জাতিসঙ্ঘের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংস্থা। এটি প্রযুক্তিগত মান, রেডিও ফ্রিকোয়েন্সি ও উপগ্রহের কক্ষপথ বরাদ্দ এবং যোগাযোগ সেবার মান উন্নয়নে কাজ করে। বাংলাদেশ ২০১০ সালে চার বছর মেয়াদে আইটিইউর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছিল। এখন দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। কাউন্সিল মেম্বার হিসেবে প্রথম মেয়াদে বাংলাদেশ উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। এমনকি বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণের জন্য বাংলাদেশ একটি কক্ষপথ ব্যবহারের অনুমোদনও পায়নি। বঙ্গবন্ধু উপগ্রহের জন্য বাংলাদেশ একটি কক্ষপথ নির্ধারণ করলে ২০টি দেশ এতে আপত্তি জানায়। আজকের নির্বাচনের জন্যও বাংলাদেশের প্রস্তুতি ভালো নয় বলে জানান সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। আইটিইউর মহাসচিব হিসেবে চীনের হুলিন ঝাও ও উপমহাসচিব হিসেবে ব্রিটেনের ম্যালকম জনসন ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। আইটিইউতে মোট কাউন্সিল মেম্বারের পদ রয়েছে ৪৮টি। এটি গভর্নিং বডি হিসেবে ইউনিয়নের কার্যক্রম তত্ত্বাবধান করে। এ ছাড়া এতে রেডিওকমিউনিকেশন ব্যুরোর পরিচালক, টেলিকমিউনিকেশন মান ব্যুরোর পরিচালক, টেলিকমিউনিকেশন উন্নয়ন ব্যুরোর পরিচালক ও রেডিও রেগুলেশন বোর্ডের সদস্য পদে নির্বাচন হয়। বিশ্বের ১৯৩টি দেশ আইটিইউর সদস্য, যারা ভোটাভুটির মাধ্যমে এসব পদে প্রার্থীকে নির্বাচিত করেন।

No comments:

Post a Comment