Wednesday, October 29, 2014

দলের প্রাধান্য:প্রথম অালো

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গতকাল মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের আইনি ব্যবস্থার ওপর তাদের প্রাধান্যের কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কমিটির ওই চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের পর দলটি ক্ষমতা কেন্দ্রীভূত করা ও দুর্নীতি মোকাবিলার বিভিন্ন ব্যবস্থার কথা ঘোষণা করে। চীনের একমাত্র এ রাজনৈতিক দল দেশের পার্লামেন্ট, সামরিক বাহিনী, পুলিশ, বিচার ও আদালতব্যবস্থা ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে থাকে। কমিটি দী
র্ঘ এক বিবৃতিতে বলেছে, আইনের শাসন কার্যকর করায় দলের নেতৃত্বকে শীর্ষে রাখার নীতি অবশ্যই মান্য করে যেতে হবে। তালিকায় এ নির্দেশনাকে আইনের চোখে সমতা এবং আইনের শাসন—এ দুটির ওপরে স্থান দেওয়া হয়েছে। এএফপি

No comments:

Post a Comment